নয়াদিল্লি: গত ১০ অগাস্ট থেকে হাসপাতালে ভর্তি রয়েছেন জনপ্রিয় কমেডিয়ান রাজু শ্রীবাস্তব (Raju Srivastava)। হৃদরোগে (Heart Attack) আক্রান্ত হয়ে চিকিৎসাধীন তিনি। জানা যায়, জিম করাকালীনই তাঁর হার্ট অ্যাটাক হয়। রাজু শ্রীবাস্তবের জিম ট্রেনারই তাঁকে হাসপাতালে ভর্তি করান। বর্তমানে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সেখানেই বিশিষ্ট চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে। কিন্তু আশঙ্কার খবর যে, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে এখনও জ্ঞান ফেরেনি তাঁর। এছাড়াও তাঁর মস্তিষ্ক খুব বিশেষ কাজ করছে না বলেও জানাচ্ছেন তাঁর ঘনিষ্ঠরা। যদিও রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থায় সম্প্রতি সামান্য আশার আলো দেখা গিয়েছে বলে জানিয়েছেন শেখর সুমন। তিনি জানিয়েছেন যে, অঙ্গপ্রত্যঙ্গ নড়াচড়া করতে পারছেন রাজু। আর এবার তাঁর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ পুজোর আয়োজন করলেন তাঁর পরিবারের সদস্যরা।


রাজু সুস্থতায় বিশেষ পুজোর আয়োজন-


হাসপাতালে ভর্তি করার পর থেকেই ভেন্টিলেশনে রয়েছেন রাজু শ্রীবাস্তব। হার্ট অ্যাটাকে আক্কান্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ার জন্য তাঁকে ভেন্টিলেশনে দিতে হয়। এখনও লাইফ সাপোর্টেই রয়েছেন জনপ্রিয় কমেডিয়ান। বিভিন্ন সূত্র অনুযায়ী খবর, রাজু শ্রীবাস্তবের চিকিৎসার জন্য কলকাতা থেকে বিশিষ্ঠ স্নায়ুরোগ বিশেষজ্ঞকে ডেকে পাঠানো হয়েছে। তাঁর দ্রুত সুস্থতা কামনায় সোশ্যাল মিডিয়া ভরাচ্ছেন তাঁর অনুরাগীরা। অন্যদিকে, রাজু শ্রীবাস্তবের পরিবারের সদস্যরা কানপুরের ইসকন মন্দিরে তাঁর জন্য বিশেষ পুজোর আয়োজন করেন। 


রাজু শ্রীবাস্তবের সঙ্গে সেলফি তুলতে আইসিইউতে ঢুকে পড়লেন অনুরাগী-


বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, সম্প্রতি রাজু শ্রীবাস্তবের সঙ্গে সেলফি তোলার জন্য হাসপাতালের আইসিইউতে ঢুকে পড়লেন এক ব্যক্তি। জানা যায়, আইসিইউতে ঢুকেই ওই ব্যক্তি রাজুর সঙ্গে সেলফি নিতে শুরু করেন। এমন ঘটনার পরই কমেডিয়ানের নিরাপত্তায় আরও জোর দেওয়া হয়েছে। এই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা। রাজু শ্রীবাস্তবের ঘরের দরজার বাইরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে এই ঘটনার পর। আইসিইউ-এর বাইরে রয়েছেন নিরাপত্তারক্ষীরা। অনুমতি ছাড়া সেখানে বর্তমানে কারও প্রবেশ নিষেধ।


আরও পড়ুন - Pushpa 2: শ্যুটিং শুরুর মুখে 'পুষ্পা টু', কবে ছবি মুক্তি?


প্রসঙ্গত, রাজু শ্রীবাস্তবের অসুস্থতার পর থেকেই তাঁর স্বাস্থ্য কেন্দ্রীক নানা ভুয়ো খবর রটছে চারপাশে। বিশেষ করে সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। বহু ক্ষেত্রেই কমেডিয়ানের মৃত্যুর খবর পোস্ট করা হচ্ছে। রাজু শ্রীবাস্তবের পরিবারের পক্ষ থেকে সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে দীর্ঘ ও বিশেষ পোস্ট করে গুজবে কান না দেওয়ার কথা বলা হয়েছে। রাজুর অসুস্থতায় উদ্বিগ্ন অনুরাগীরা। তাঁরা তাঁর দ্রুত সুস্থতা কামনা করে নেট দুনিয়ায় নানা পোস্ট করছেন। কোটি কোটি মানুষকে হাসিয়ে বিনোদন দেওয়া মানুষটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, এটাই প্রার্থনা।