মুম্বই: শারীরিক স্বাস্থ্যের উন্নতি হচ্ছে রাজু শ্রীবাস্তবের (Raju Srivastava)। গত ১০ অগাস্ট থেকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি রয়েছেন কমেডিয়ান রাজু শ্রীবাস্তব। আজ জ্ঞান ফিরেছে তার। 


এএনআই সূত্রে খবর,  ১৫ দিন পরে আজ জ্ঞান ফিরেছে কমেডিয়ানের। তবে এখনও চিকিৎসদের নজরবন্দিই রয়েছেন তিনি। চলছে যাবতীয় চিকিৎসাও। আজ রাজু শ্রীবাস্তবের সহকারী গরবিত নারাঙ (Garvit Narang) জানিয়েছেন, পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে রাজুর। আজ জ্ঞান ফিরেছে তাঁর। 


আরও পড়ুন: Lokkhi Chele Exclusive: 'লক্ষ্মী ছেলে' অন্ধবিশ্বাস কুসংস্কার বয়কট করতে বলবে: কৌশিক


গত ১০ অগাস্ট হৃদরোগে আক্রান্ত হন রাজু শ্রীবাস্তব । জানা যায়, জিম করাকালীন হার্ট অ্যাটাক হয় তাঁর । জিম ট্রেনারই তাঁকে ভর্তি করেন হাসপাতালে। এরপর থেকে দিল্লি এইমস হাসপাতালেই ভর্তি রয়েছেন রাজু। ৫৮ বছর বয়সী স্ট্য়ান্ড আপ কমেডিয়ানের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। জ্ঞান ফিরলেও এখনও ভেন্টিলেশনেই রয়েছেন রাজু।


অন্যদিকে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় রাজুর স্বাস্থ্য সম্পর্কে অনেক ভুয়ো খবর ছড়িয়েছে। এই নিয়ে মুখ খুলেছেন রাজু শ্রীবাস্তবের স্ত্রী শিখা। তিনি বলেছেন, 'দয়া করে রাজুর স্বাস্থ্য নিয়ে ভুয়ো খবর ছড়াবেন না। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি আমরা। কোনও নেতিবাচক ভাবনা আমরা ভাবতে চাই না। আপনারা কেবল প্রার্থনা করুন রাজু যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। এখনও পর্যন্ত রাজু লাইফ সাপোর্টে রয়েছেন। চিকিৎসকেরা সবরকমভাবে চেষ্টা করছেন তাঁকে সারিয়ে তোলার। দয়া করে নেতিবাচক ভাবনা বা খবর ছড়াবেন না। কেবল প্রার্থনা করুন।'


এই বিষয় নিয়েই কয়েকদিন আগে ৩ মিনিটের ভিডিও পোস্ট করেছেন রাজু শ্রীবাস্তবের ভাই দীপ শ্রীবাস্তব। সেখানে তিনি রাজুর শারীরিক অবস্থার খবর দিয়েছিলেন। সেইসঙ্গে গুজব ছড়ানোর বিষয়েও মুখ খোলেন দীপ। যাঁরা এই ধরনের গুজব ছড়াচ্ছেন, তাঁদের নির্লজ্জ বলেও কটাক্ষ করেন দীপ।