মুম্বই: এখনও শারীরিক সংকট কাটেনি কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের (Raju Srivastava)। কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁর স্বাস্থ্য সম্পর্কে একাধিক ভুয়ো খবর ছড়িয়েছে। এই বিষয় নিয়ে গতকাল মুখ খুলেছিলেন রাজু শ্রীবাস্তবের স্ত্রী শিখা শ্রীবাস্তব (Sikha Sribastav)। আর আজ রাজুর ভাই এই বিষয়ে মুখ খুললেন। 


আজ সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিও ৩ মিনিটের ভিডিও পোস্ট করেছেন দীপ শ্রীবাস্তব। সেখানে তিনি রাজুর শারীরিক অবস্থার খবর দেন। এখনও সংকটজনক হলেও স্থিতিশীল রয়েছেন কমেডিয়ান। সেইসঙ্গে গুজব ছড়ানোর বিষয়েও মুখ খোলেন দীপ। যাঁরা এই ধরনের গুজব ছড়াচ্ছেন, তাঁদের নির্লজ্জ বলেও কটাক্ষ করেন দীপ। 


গতকাল রাতে সংবাদসংস্থা পিটিআইকে শিখা জানিয়েছেন, আপাতত স্থিতিশীল রয়েছেন রাজু। তাঁর চিকিৎসা চলছে ভালোভাবেই। চিকিৎসকেরা সবরকম চেষ্টা করছেন তাঁকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য। সেইসঙ্গে শিখা আর্জি করেন, ভুয়ো খবর না ছড়ানোর জন্য। তাঁর কথায়, 'দয়া করে রাজুর স্বাস্থ্য নিয়ে ভুয়ো খবর ছড়াবেন না। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি আমরা। কোনও নেতিবাচক ভাবনা আমরা ভাবতে চাই না। আপনারা কেবল প্রার্থনা করুন রাজু যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। এখনও পর্যন্ত রাজু লাইফ সাপোর্টে রয়েছেন। চিকিৎসকেরা সবরকমভাবে চেষ্টা করছেন তাঁকে সারিয়ে তোলার। দয়া করে নেতিবাচক ভাবনা বা খবর ছড়াবেন না। কেবল প্রার্থনা করুন।'


আরও পড়ুন: Taapsee-Pavel: জবার মালা, মিষ্টিতে কালীঘাটে পুজো তাপসী-পাভেলের, সফর শুরু হল 'দোবারা'-র


আজ দীপের কথাতেও উঠে এল সেই একই ছবি। রাজুর ভাই জানিয়েছেন, চিকিৎসকেরা সবরকমভাবে চেষ্টা করছেন আবার পুরনো রাজুকে ফিরিয়ে দিতে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন রাজু।


প্রসঙ্গত, গতকাল সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল হয় কমেডিয়ান সুনীল পাল (Sunil Pal)-এর একটি ভিডিও বার্তা। সেই ভিডিও বার্তায় সুনীলকে বলতে শোনা গেল, 'রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থা যথেষ্ট সংকটজনক। চিকিৎসকেরা বুঝতে পারছেন না কি করা উচিত। তাঁরা সাধ্যমতো চেষ্টা করছেন ওনাকে সুস্থ করে তোলার। ওনার মস্তিষ্ক কাজ করছে না। কেবল প্রার্থনা করুন উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে আসেন আমাদের মধ্যে।'


তবে এই বার্তা সোশ্যাল মিডিয়ায় সুনীল পালের কোনও ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়নি। এই ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি এবিপি লাইভ। 


গত ১০ অগাস্ট হৃদরোগে আক্রান্ত হন রাজু শ্রীবাস্তব। জানা যায়, জিম করাকালীন হার্ট অ্যাটাক হয় তাঁর। জিম ট্রেনারই তাঁকে ভর্তি করেন হাসপাতালে। এরপর থেকে দিল্লি এইমস হাসপাতালেই ভর্তি রয়েছেন রাজু। ৫৮ বছর বয়সী স্ট্য়ান্ড আপ কমেডিয়ানের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছে। কিন্তু এখনও জ্ঞান ফেরেনি রাজু শ্রীবাস্তবের।