নয়া দিল্লি : অমিতাভ বচ্চনকে নিয়ে সিনেমাপ্রেমী মানুষের কৌতূহলের শেষ নেই। তা ঘুণাক্ষরে জানেন চিত্র পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরা। বিগ বি-কে নিয়ে তাই অজানা গল্প তুলে ধরেছেন 'ভাগ মিলখা ভাগ' খ্যাত পরিচালক। 


'রং দে বাসন্তী', 'ভাগ মিলখা ভাগ'-এর মতো সুপারহিট ফিল্ম দর্শকদের উপহার দিয়েছেন রাকেশ। এবার মুক্তি পেল তাঁর প্রথম বই। ২৭ জুলাই মুক্তি পায় পরিচালকের বই 'দ্য স্ট্রেঞ্জার ইন দ্য মিরর'। এই বইয়ে-ই পরিচালকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করেছেন অনেকেই। 


পরিচালক কাজ করেছেন অমিতাভ বচ্চনের সঙ্গেও।  'Aks' ছবিতে। সেই সময় শ্যুটিংয়ের দরুণ কিংবদন্তির অভিনেতার সঙ্গে কাজ করার একাধিক অভিজ্ঞতা রয়েছে পরিচালকের। নিজের প্রথম বইয়ে তারই মধ্যে একটি চমৎকার ঘটনা শেয়ার করেছেন রাকেশ।


সিনেমার প্রয়োজনে অনেক নতুন নতুন বিষয় ঢোকানোয় সিদ্ধহস্ত পরিচালক। তিনি লিখেছেন, 'Aks' ছবির জন্য তিনি অভিনেতাকে ফ্রেঞ্চ কাট দাড়ি রাখতে বলেছিলেন। তার পর থেকেই ফ্রেঞ্চ কাট দাড়ি রাখা শুরু করেন কিংবদন্তি এই অভিনেতা।


রাকেশ একটি ছোট ক্লিপ শেয়ার করেছেন। সেখানে ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে 'বান্দা ইয়ে বিন্দাস হ্যায়' গানটি। এটা 'Aks' ছবিরই গান। ক্যাপশনে রাকেশ লিখেছেন, অভিষেক হতে চলা কোনও চিত্রপরিচালক বড় পর্দায় লেজেন্ডারি কোনও উদ্যোগের কথা বলতে পারেন ? ধন্যবাদ @amitabhbachchan।


প্রসঙ্গত, রাকেশের বইয়ের কভার লঞ্চ করেছেন অভিনেত্রী সোনম কাপুর। তাঁরা একসঙ্গে 'দিল্লি ৬' ও 'ভাগ মিলখা ভাগ ' ছবিতে কাজ করেছেন। 'দ্য স্ট্রেঞ্জার ইন দ্য মিরর' বইয়ে রয়েছে QR কোড। পাঠকরা সেই কোড স্ক্যান করতে পারবেন। এটা সেই নির্দিষ্ট দৃশ্য বা গানে পৌঁছে দেবে যেই ঘটনা নিয়ে এখানে আলোচনা হচ্ছে। 


বইয়ে কলম ধরেছেন অ্যাকাডেমি পুরস্কার-প্রাপ্ত সংগীতকার এ আর রহমান। 'রং দে বাসন্তী' ও 'দিল্লি ৬' ছবিতে সুরকার কাজ করেছেন রাকেশ ওমপ্রকাশ মেহরার সঙ্গে। কলম ধরেছেন আমির খানও। রাকেশ-আমির একসঙ্গে 'রং দে বাসন্তী' ছবিতে কাজ করেছেন।