কলকাতা: স্বামী আদিল দুর্রানির সঙ্গে (Adil Durrani)-র সঙ্গে তাঁর সম্পর্ক তলানিতে। দুজনেই এখন মামলায় জড়িয়েছেন, এমনকি জেলে রয়েছেন আদিল। তবে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটলেও রোজা রাখলেন অভিনেত্রী রাখী সবন্ত (Rakhi Sawant)। 


আদিলের সঙ্গে বিয়ে করে ধর্ম পরিবর্তন করেছিলেন রাখী। এমনকি সোশ্যাল মিডিয়াতে নিজের নামও বদলে ফেলেছিলেন তিনি। কিন্তু টেঁকেনি আদিলের সঙ্গে তাঁর সম্পর্ক। স্বামীর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ আনেন রাখী। তার মধ্যে ছিল টাকা লোপাট থেকে শুরু করে শারীরিক নির্যাতন, বিবাহ বহির্ভূত সম্পর্কের মতো সব অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় আদিলকে। 


কিন্তু মুসলিম ধর্ম গ্রহণ করার পরে সেই ধর্মেরই সমস্ত নিয়ম মেনে চলছেন রাখী। আগেও তিনি জানিয়েছিলেন তিনি নমাজ পড়েন। আর এই প্রথম রোজা পালন করতে দেখা গেল রাখীকে। প্রথমদিন রোজা রাখার সময় একটি ভিডিও করেছিলেন তিনি। সেখানে রাখী বলেছিলেন, 'এটা আমার প্রথম রোজা। সকালে উঠে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি। বিশ্বাস করুন, আমার বিন্দুমাত্র খিদে পাচ্ছে না। আমি নিয়মকানুন জানি না। সব নতুন নতুন শিখছি। আমার মন শান্ত হয়েছে। অদ্ভুত একটা অনুভূতি পেয়েছি।'


এরপর আরও একটি ভিডিওতে দেখা গেল রোজা ভাঙার পরে তিনি সবার সঙ্গে বসে খাওয়া দাওয়া করছেন। সেখানেও বোরখায় দেখা গেল রাখীকে। খুশি হয়েই নতুন এই জীবনের নিয়ম পালন করছেন তিনি।


সম্প্রতি আদিলের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনেছিলেন রাখী। অভিনেত্রীকে ছেড়ে এখন নাকি সেই মেয়েটির সঙ্গেই থাকছেন আদিল। সেই মেয়েটির নাম তনু। তাঁর সঙ্গে ফোনেও কথা বলেছেন রাখী। আদিলের সঙ্গে বিভিন্ন জায়গায় সফর করেছেন এই তনু। রাখীর দাবি, আদিলের কারণেই তাঁর মা মারা যান। এর আগে 'বিগ বস মারাঠি'-তে অংশ নিতে গিয়েছিলেন রাখী। যাওয়ার আগে তিনি মায়ের চিকিৎসার জন্য টাকা দিয়ে যান আদিলের হাতে। রাখীর কথায়, 'আমি যাওয়ার আগে রাদিল প্রোডাকশনে ১০ লাখ টাকার একটা চেক দিয়ে যাই। বলে গিয়েছিলাম, মায়ের টাকার প্রয়োজন হলে সেখান থেকে যেন টাকা দেওয়া হয়।'


রাখী আরও বলেন, ' ওই টাকা আমার, আদিলের নয়। এরপর আমার মায়ের অর্থের প্রয়োজন হয়, একটি অস্ত্রোপচার করানোর প্রয়োজন ছিল। কিন্তু আদিল প্রয়োজন মতো টাকা হাসপাতালে দেয়নি। হয়তো খুব ছোট খাটো টাকা ও আমার বৌদির হাতে দিয়েছিল কিন্তু আদিল টাকা না দেওয়ার জন্যই অস্ত্রোপচার সময়মতো করানো যায়নি মায়ের। আদিলের জন্যই মা আমায় ছেড়ে চলে গিয়েছেন।'


রাখীর দাবি, আদিল তাঁর সমস্ত জিনিসপত্র নিয়ে ওই মহিলার বাড়িতে থাকতে চলে গিয়েছেন। সঙ্গে নিয়ে গিয়েছেন রাখীর ৫-৬ লাখ টাকা আর তাঁর মায়ের সমস্ত গয়না। রাখীর এই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে আদিল দুর্রানিকে।


আরও পড়ুন: Dev: চোখের আঘাত সারিয়ে ছুটি কাটাতে মলদ্বীপে পাড়ি দেবের