মুম্বই: ফের শিরোনামে রাখি সবন্ত (Rakhi Sawant) আর আদিল দুর্রানি (Adil Durrani)-র সম্পর্ক! সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়েই রাখির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছিলেন রাখির প্রাক্তন স্বামী আদিল। অন্যদিকে, সেই সমস্ত অভিযোগ একেবারে চিকিৎসকের পাশে বসে খণ্ডন করেন রাখি।
আদিল অভিযোগ করেছিলেন, রাখি তাঁকে ফাঁসিয়েছেন। তবে এই প্রথম নয়, রাখি নাকি অনেককেই ফাঁসিয়েছিলেন এর আগে, সমস্যায় ফেলেছেন অনেক পুরুষকেই। রাখি অভিযোগ করেছিলেন, আদিল তাঁকে মারধর করেছিলেন ও এর ফলে তাঁর গর্ভপাত হয়। একাধিকবার নাকি তাঁর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্কও করেন আদিল। তার বিরুদ্ধে টাকা চুরি ও হেনস্থা, অত্যাচারের একাধিক ধারায় মামলা রুজু করেছিলেন রাখি।
এরপরে আদিল সাংবাদিক সম্মেলন করে জানান, গর্ভপাত হওয়ার কোনও সম্ভাবনাই নেই কারণ রাখির জরায়ুই নেই। তা বাদ গিয়েছে অনেক আগেই। ফলে গর্ভধারণেই সম্ভাবনাই নেই। এই দাবি এদিন সাংবাদিক সম্মেলনে খারিজ করেন রাখি। চিকিৎসককে পাশে বসিয়ে ইনস্টাগ্রাম করেন তিনি। সেখানে রাখি জানান, বয়স হওয়ার কারণে তার ইউটেরাসে কিছু ফাইব্রয়েড জমেছিল। অস্ত্রোপচার করিয়ে সেই সমস্ত ফাইব্রয়েড বাদ দেওয়া হয়েছে। বর্তমানে তাঁর কোনও সমস্যা নেই ইউটেরাসে, বরং একেবারে স্বাভাবিক রয়েছে সবকিছু।
শুধু তাই নয়, চিকিৎসক জানান, রাখি ডিম্বাণুও সংরক্ষণ করিয়েছিলেন। ফলে রাখির মা হওয়ার পথে কোনও বাধা নেই। রাখিও বলেন, আদিলের সঙ্গে বিয়ে করার পরে সন্তান পরিকল্পনা করেছিলেন তিনি। আদিলের সন্তানের মা হওয়ার পরিকল্পনাই করেছিলেন রাখি, কিন্তু শেষমেষ গর্ভপাত হয় তাঁর। রাখি বলেন, '৮ মাসের বৈবাহিক জীবনে আদিল আমায় প্রচণ্ড মারধর করেছে। তারপরে ও বলেছে রাখিকে নাকি কেউ মারতেই পারে না। আমি তো একজন নারীও।'
রাখির সঙ্গে স্বামী আদিল দুর্রানির (Adil Durrani)-র সম্পর্ক নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছে। সংবাদমাধ্যমের নজর এড়িয়েই ২০২২ সালের শেষের দিকে রাখি বিয়ে করেন আদিলকে। তবে তাঁদের প্রেমের সম্পর্কের কথা সোশ্যাল মিডিয়ায় বেশ ফলাও করেই বলতেন তাঁরা। এমনকি বিশেষ দিনগুলোতেও একসঙ্গে দেখা যেত এই যুগলকে। তবে তাঁদের বিয়ের খবরকে সযত্নে লুকিয়েই রেখেছিলেন তাঁরা।
এরপর সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে সম্পর্কের আইনি পরিণতির কথা ঘোষণা করেন রাখি। জানান তিনি বিবাহিত। এমনকি নিজের ধর্মও পরিবর্তন করে ফেলেন রাখি। তবে সেইসময় চুপ ছিলেন আদিল। স্বীকার করতে চাননি বিয়ের কথা। কিছুটা সময় যাওয়ার পরে অবশ্য আদিল নিয়েই সোশ্যাল মিডিয়ায় জানান, সত্যি সত্যিই রাখির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি।
তবে এই ঘটনার কিছুদিন পরেই সামনে আসে রাখি ও আদিলের সম্পর্কে ভাঙনের কথা। আদিলের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসা ও বিবাহ বহির্ভূত সম্পর্ক সহ একাধিক অভিযোগ আনেন রাখি। সেই ভিত্তিতে তাঁকে গ্রেফতারও কথা হয়। এরপরে জেল থেকে ছাড়া পেয়েই একটি সাংবাদিক সম্মেলন করেন আদিল। তাঁর দাবি, রাখি পরিকল্পিতভাবে ফাঁসিয়েছে তাঁকে। তাঁর কাছে যাবতীয় প্রমাণ রয়েছে ও প্রয়োজনমতো তিনি সমস্ত সামনে আনবেন। নিজেরে নির্দোষ প্রমাণিত করবেন।