নয়াদিল্লি: বলিউডে নতুন তারকা সন্তানের (Bollywood Star Kid) আগমন হয়েছে, মাত্র ২ দিন আগেই। গত ৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও রণবীর সিংহের (Ranveer Singh) কন্যা সন্তান। তারকা দম্পতিকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে উচ্ছ্বসিত রাখী সবন্ত বললেন 'মাসি হয়েছি' আমি। সেই সঙ্গে কী কী উপহার নিলেন খুদের জন্য, দেখালেন তাও।


দীপিকা-রণবীরের মেয়ের জন্য খেলনা কিনলেন রাখী


রাখী সবন্ত আপাতত রয়েছেন দুবাইয়ে। সেখানে এক শপিং মলে দাঁড়িয়ে ভিডিও করে পোস্ট করেছেন রাখী। সেখানে তাঁকে দেখা যাচ্ছে দীপিকার কন্যার জন্য উপহার কিনছেন তিনি। সেই সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করে তাঁকে বলতে শোনা গেল, 'রণবীর সিংহ (সঙ্গে উড়ন্ত চুম্বন)! দীপিকা! আমি মাসি হয়ে গেলাম শেষপর্যন্ত। দীপিকা, মনে আছে আমরা একসঙ্গে নাচের ক্লাস করেছি, একসঙ্গে কেরিয়ার শুরু করেছি। আপনি বড় তারকা হয়ে গেলেন, স্ত্রী হলেন, এখন তো মা হয়েছেন।'


ভিডিওয় দেখা যাচ্ছে দুবাইয়ের মলে কেনাকাটা করছেন রাখী। নানা রকমের খেলার পুতুল থেকে শুরু করে বেবি ক্যারিয়ার, স্ট্রোলার, কম্বল কিনতে দেখা গেল তাঁকে। রণবীর ও দীপিকার মেয়ের জন্য উপহার নিচ্ছেন বলেই জানান তিনি। রাখীকে একটা অ্যানিম্যাল প্রিন্ট টপ ও কালো কার্গো প্যান্ট পরে দেখা গেল। 


 






আরও পড়ুন: Arindam Sil Accused : যৌন হেনস্থার অভিযোগে বিদ্ধ অরিন্দম শীলের বিরুদ্ধে এবার দায়ের FIR


কোলে এসেছে কন্যা সন্তান, আনুষ্ঠানিক ঘোষণা দীপ-বীরের


গত শনিবার গণেশ চতুর্থীর দিনই হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অনুরাগীরা আশা করেছিলেন এই পবিত্র দিনেই ভূমিষ্ঠ হবে তাঁর সন্তান। তবে সুখবর মেলে রবিবার। কন্যা সন্তান এসেছে 'রাম লীলা' জুটির কোলে। সকালেই মেলে খবর। রবিবার দুপুরের দিকে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে যৌথ পোস্ট করেন তাঁরা। তাতে লেখা, 'ওয়েলকাম বেবি গার্ল। ৮.৯.২০২৪। দীপিকা ও রণবীর।' পোস্ট করতেই গোটা বলিউডের শুভেচ্ছাবার্তা কমেন্ট বক্সে। আলিয়া ভট্ট একগুচ্ছ ভালবাসা ও আনন্দের ইমোজি পোস্ট করেন। শ্রদ্ধা কপূর, প্রিয়ঙ্কা চোপড়া, অনন্যা পাণ্ডে, ঋদ্ধিমা কপূর, কৃতি শ্যানন, ইব্রাহিম আলি খান, পরিণীতি চোপড়া, শর্বরী ওয়াঘ, সোনাক্ষী সিন্হা, আথিয়া শেট্টি প্রমুখ। তালিকা অত্যন্ত দীর্ঘ। কমেন্টে অর্জুন কপূর লেখেন, 'লক্ষ্মী এসেছেন। রানি এসে গিয়েছেন।' কর্ণ সিংহ গ্রোভার লেখেন, 'ক্লাবে স্বাগত', প্রসঙ্গত তাঁর ও বিপাশারও রয়েছে একরত্তি কন্যা। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।