গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগণা :  অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগে ইতিমধ্যেই অরিন্দম শীলকে সাসপেন্ড করেছে  ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পরিচালকের সাসপেনশন বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার দায়ের হল FIR । 


পরিচালক অরিন্দম শীলের বিরুদ্ধে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানায় দায়ের করা হয়েছে এফআইআর। অভিনেত্রীকে  শ্লীলতাহানি ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ করা হয়েছে  FIR - এ।  পুলিশ সূত্রে খবর, গত এপ্রিল মাসে বিষ্ণুপুরের একটি রিসর্টে শ্যুটিং চলাকালীন অভিনেত্রীকে কুপ্রস্তাব দেওয়ার পাশাপাশি, তাঁর শ্লীলতাহানি করেন অরিন্দম শীল। সোমবারই বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন অভিনেত্রী।  


সূত্রের খবর, কিছুদিন আগে, টালিগঞ্জের এক অভিনেত্রী পরিচালকের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ এনে পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের দ্বারস্থ হন। এরপরেই ভুল স্বীকার করে পশ্চিমবঙ্গ মহিলা কমিশনকে চিঠি দিয়ে নিজের আচরণের জন্য দুঃখপ্রকাশ করেন পরিচালক অরিন্দম শীল ( প্রকাশ অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়ের ফেসবুক পোস্টে ) । সেখানে লেখা ছিল, 'মহিলা কমিশনের কাছে শিল্পী-র আমার সম্পর্কে করা অভিযোগ সম্পর্কে আমি অন্তর থেকে দুঃখিত। আমি আমার ভুল স্বীকার করে আন্তরিক দুঃখপ্রকাশ করছি। যে কোনও মানসিক বা শারীরিক ট্রমার জন্য আমি অন্তর থেকে দুঃখিত। ক্ষমাপ্রার্থী।' 


সূত্রের খবর,  যৌন হেনস্থার অভিযোগ জানিয়ে অভিনেত্রী মহিলা কমিশনের দ্বারস্থ হতেই নড়েচড়ে বসে ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া। পরিচালক অরিন্দম শীলকে সাসপেন্ড করার ঘোষণা করে তারা। যৌন হেনস্থার অভিযোগের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাসপেনশন বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অ্যাসোসিয়েশনের তরফে। 


যদিও পরিচালক অরিন্দম শীলের বক্তব্য, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে একতরফাভাবে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া। এবার তাঁর বিরুদ্ধে দায়ের হল এফআইআর। 


অরিন্দম শীলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে পরিচালককে সাসপেন্ডের সিদ্ধান্ত প্রকাশ্যে আসতেই, সোশাল মিডিয়ায় প্রতিক্রিয়া দেন স্বস্তিকা মুখোপাধ্যায়। তিনি লিখেছিলেন, 'পাপের ঘড়া উল্টোয়। ভেবেছিলাম বোধহয় নিজের জীবনে দেখে যেতে পারব না। ভগবান তুমি এই কথাটুকু যে রেখেছ, এই অনেক। ২০ বছর সময় লাগল, সে লাগুক। আমাদের জগতের সমস্ত মেয়েদের বলছি। সময় এসেছে, সম্মান দখল করার। আর ভয় নয়। গলা তুলে, আঙুল তুলে চিৎকার করে নোংরা লোকগুলোর মুখোশ টেনে ছিঁড়তে হবে। সবাই বেরিয়ে এসো। হাত ধরে একসঙ্গে সোচ্চার হই।' 


হাল আমলে পরিচালক অরিন্দম শীলকে আরজি কর কাণ্ডের প্রতিবাদ করতে দেখা গিয়েছিল। আরজি কর কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ প্রবল থেকে প্রবলতর হচ্ছে। এই আবহেই অরিন্দমের বিরুদ্ধে এল মারাত্মক এই অভিযোগ।