'সুইট হার্ট ফ্রেন্ড, হনিমুন হো গয়া', কোহলির ছবিতে আজব মন্তব্য রাখী সবন্তের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Feb 2018 08:18 PM (IST)
মুম্বই:ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি কিছুদিন আগেই তাঁর গার্লফ্রেন্ড তথা বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাকে বিয়ে করেছেন। সেই হাইপ্রোফাইল বিয়ে নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। ইতালিতে বিয়ের পর হনিমুনেও যান বিরুষ্কা। দেশে দু-দুটি জমকালো রিসেপশন।সেই পর্ব শেষ করে কোহলি আবার ক্রিকেটে ফিরে গিয়েছেন। দক্ষিণ আফ্রিকায় সিরিজ খেলতে ব্যস্ত। অনুষ্কাও তাঁর কাজ শুরু করেছেন। এরইমধ্যে কোহলির একটা ছবিতে বলিউড অভিনেত্রী রাখী সবন্তের একটা কমেন্ট সবাইকে চমকে দিয়েছে। আসলে বিভিন্ন সময়েই রাখীর বিভিন্ন মন্তব্য ঘিরে শোরগোল হয়েছে। এবার কোহলির ছবিতে তাঁর মন্তব্য ঘিরে অনেকেরই চোখ কপালে উঠেছে। তিনি কোহলিকে প্রশ্ন করেছেন, 'হাই বেবি সুইট হার্ট ফ্রেন্ড, হনিমুন হো গয়া'। এই মন্তব্যের জন্য সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ট্রোলড হতে শুরু করেছেন রাখী। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের চতুর্থ ম্যাচ খেলতে কেপটাউনে রওনা দেওয়ার আগে কোহলি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। অনুরাগীরা ওই পোস্টে আগামী ম্যাচের জন্য তাঁকে শুভেচ্ছা জানান। এরইমধ্যে রাখীর কমেন্ট কয়েক মিনিটের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।