কলকাতা: কলকাতায় বাঙালি সাজে অভিনেত্রী, মডেল রাখী সাওয়ন্ত। তৃণমূল বিধায়ক মদন মিত্রের সঙ্গে ভবানীপুর ইউনাইটেড ইয়ুথ ফোরামে কার্তিক পুজোর খুঁটি পুজো উদ্বোধন করলেন রাখি। তাঁর মুখে শোনা গেল মুখ্যমন্ত্রীকে নিয়ে প্রশংসাও। তিনি ‘শেরনি’ বলে প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।


লাল শাড়ি, গয়না, সাজগোজে বাঙালিয়ানা। বাঙালি সাজে বুধবার ভবানীপুরে ক্যামেরাবন্দি হলেন মডেল, অভিনেত্রী রাখী সাওয়ন্ত। তৃণমূল বিধায়ক তথা ভবানীপুর ইউনাইটেড ইয়ুথ ফোরামের সভাপতি মদন মিত্রের আমন্ত্রণে, বুধবার কার্তিক পুজোর খুঁটি পুজোর উদ্বোধন করেন তিনি। বললেন, 'ভাল লাগল কলকাতায় এসে। মদন মিত্র ভালো লোক। মমতা বন্দ্যোপাধ্যায় সাহসী।' রাখি ‘শেরনি’ বলে প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অনুরাগীদের অনুরোধে রাখীর গলায় শোনা গেল ‘তেরে ড্রিম মে মেরি এন্ট্রি’ মিউজিক ভিডিওর লাইনও। মদন মিত্রের সঙ্গে গলা মেলালেন 'ও লাভলি'-তেও।


কখনও গান, কখনও তার ছন্দে তাল দেওয়া... খুঁটিপুজোতেও বিনদাস মুডে ধরা দিলেন মদন মিত্র। বললেন, 'নববধূর বেশে রাখী সাওয়ান্ত এসছে। ওকে দিয়ে উদ্বোধন করালাম। কার্তিক পুজোয় টয়ট্রেন করে রাখী সাওয়ান্তকে ঘোরাব।' ভবানীপুর ইউনাইটেড ইয়ুথ ফোরামে এবার ঘটা করেই হবে কার্তিকপুজো। টয়ট্রেন থেকে রোপওয়েতে সাজবে মণ্ডপ।


সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় রাখি। আজ কলকাতা এসেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন নববধূর বেশে ছবি। সেখানে দেখা যাচ্ছে, লাল বেনারসিতে সেজেছেন তিনি। গায়ে ভারি গয়না, মাথায় মুকুটও। ছোট্ট একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে তাঁকে শোনা গেল বাংলা বলতে। নিজের বাঙালি বধূর সাজে খুশি তিনি। কলকাতার পাঁচতারা হোটেলে সারলেন ফটোশ্যুটও। 


সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নেন তিনি। সেখানে দেখা যায়, মদন মিত্রের গান 'ও লাভলি'-তে পা মেলাচ্ছেন তিনি। ভিডিওটি করেছেন রাখি নিজেই। জনতার উদ্দীপনার ছবিও ধরা পড়ল। পুলের ধারে একটি ভিডিও শেয়ার করেছেন রাখী। সেখানে তাঁকে পরিস্কার বাংলায় বলতে শোনা গেল, 'আমায় সুন্দর লাগছে?'