কলকাতা: দিলজিৎ দোসাঞ্জের (Diljit Dosanjh) নতুন ছবি 'সর্দারজি ৩' মুক্তির আগেই বিতর্কে জড়িয়ে পড়েছে। ছবিটা মুক্তি পাওয়ার কথা ছিল ২৭ জুন। যদিও এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ছবিটি শুধুমাত্র বিদেশে মুক্তি পাবে। ভারতে মুক্তি পাবে না এই ছবি। এর একটি বিশেষ কারণ রয়েছে। এই ছবিতে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে দেখা যাওয়ার কথা ছিল। কিন্তু হানিয়া আমির ভারতে নিষিদ্ধ। পহেলগাঁও হামলার পরে একাধিক পাকিস্তানি শিল্পীকে ভারতে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে। তাঁদের মধ্যে হানিয়া আমির একজন। তাঁকে নিয়ে সিনেমা করার জন্য দিলজিৎকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানানো হয়েছে ভারতে। আর এবার, দিলজিৎ দোসাঞ্জ আর হানিয়া আমিরের পাশে দাঁড়িয়েছেন রাখী সবন্ত (Rakhi Sawant)। কী বলেছেন তিনি?

দিলজিৎ আর হানিয়া আমিরের পাশে দাঁড়ালেন রাখী

রাখী সবন্ত হানিয়া আমির আর দিলজিৎ দোসাঞ্জের গানের ভিডিও শেয়ার করে লিখেছেন, 'অভিনন্দন সুইটহার্ট। হানিয়া আমির। আমি খুব খুশি। অবশেষে তুমি বলিউড ছবিতে এসেছ। অভিনন্দন দিলজিৎ দোসাঞ্জ।' অন্য পোস্টে রাখি লিখেছেন, 'প্রত্যেকের এই ছবিটা দেখা উচিত। 'সর্দারজি ৩'-এ হানিয়া আমির ডেবিউ করতে চলেছেন। সকলেরই তাঁর প্রশংসা করা উচিত। ও আমার খুব প্রিয়। অল দ্য বেস্ট। অভিনন্দন হানিয়া।'

 

দ্য ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লইজ় (The Federation of Western India Cine Employees)-এর তরফ থেকে জানানো হয়েছে, যদি এই ছবিটি ভারতে মুক্তি পায়, তাহলে ভারতীয় প্রযোজকদের একাধিক ছবি থেকে দিলজিৎ দোসাঞ্জকে নিষিদ্ধ করা হবে। দ্য ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লইজ়-এর প্রেসিডেন্ট বি এন তিওয়ারি বলেছেন, 'এই ছবিটা যদি ভারতের কোথাও মুক্তি পায়, তাহলে সেটাকে অসহযোগীতা বলে মনে করা হবে। আর সেটা হলে, আমরা এটা নিশ্চিত করব যে ভারতের কোনও জায়গা থেকে যেন দিলজিৎ দোসাঞ্জ আর কাজ না পান।'

এবার এই ছবি নিয়ে মুখ খুললেন গুণবীর সিংহ। তিনি জানিয়েছেন, এই ছবির শ্যুটিং হয়েছে পহেলগাঁও হামলার বহু আগে। সেই সময়ে পাকিস্তানের সঙ্গে আপাতদৃষ্টিতে ভারতের কোনও সমস্যা ছিল না। তবে বর্তমানে মানুষের ভাবাবেগের কথা মাথায় রেখে, ভারতে এই ছবির মুক্তি বন্ধ রাখছেন তিনি। জুন মাসের ২২ তারিখে সোশ্যাল মিডিয়ায় এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছিল। আর সেখান থেকেই শুরু হয়েছে সমস্যা। অনেকেই প্রশ্ন করেছেন, এই ছবি কী করে ভারতে মুক্তি পেতে পারে? দর্শকদের রোষের কথা মাথায় রেখেই, এই ছবির মুক্তি আপাতত বন্ধ রেখেছেন প্রযোজক।