ভিডিওগুলিতে রাখী অনুপ জলোটা ও তাঁর গার্লফ্রেন্ডকে নিয়ে কথা বলতে দেখা গিয়েছে রাখীকে। তাঁর এই ভিডিওগুলি দেখলে একটা কথা পরিষ্কার হয়ে যায় যে, এই জুটিকে নিয়ে তিনিও বেশ অবাক।
একইসঙ্গে বিগ বসের ঘরে গার্লফ্রেন্ডকে নিয়ে দীর্ঘ সময় থাকার জন্য অনুপ জলোটাকে কিছু টিপসও দিয়েছেন রাখী। অন্য একটি ভিডিওতে রাখীকে অনুপ জলোটা অ্যায়সি লাগি লগন গান গাইতেও শোনা গিয়েছে। যদিও এই গানে মীরার জায়গায় জসলিনের নাম নিয়েছেন তিনি। এই ভিডিওতে রাখীতে জসলিনের প্রশংসাও করতে শোনা গিয়েছে।
কয়েক ঘন্টা আগে এই ভিডিওগুলি পোস্ট করেছেন রাখী। আর সেই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা পেয়েছে। ভিডিওগুলি ১০ হাজারের বেশি ইউজার লাইক করেছেন।