নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষ্যে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসী।  কিন্তু এক মহিলা এ জন্য এমন কাণ্ড করেছেন দেখে চমকে উঠতে হয়।

মহিলার নাম শীতল মহাজন, ইনি প্যারাজাম্পার। আমেরিকার শিকাগোয় ১৩,০০০ ফুট উচ্চতার বিমান থেকে ঝাঁপ দিয়েছেন তিনি। তাঁর হাতে ছিল প্রধানমন্ত্রীর উদ্দেশে জন্মদিনের শুভেচ্ছাবার্তা।


সফলভাবে মাটিতে পা রেখে সেই ঝাঁপের ভিডিও তিনি ফেসবুকে আপলোড করেন। পদ্মশ্রী পুরস্কার পাওয়া মহাজন জানিয়েছেন, গত ৪ বছর ধরে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করছেন তিনি কিন্তু এখনও সফল হননি। তাঁর আশা, এবার হয়তো প্রধানমন্ত্রীর অফিস তাঁর আবেদনে সাড়া দেবে।