কলকাতা: ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রাখী সবন্ত (Rakhi Sawant)। এবার পাত্র পাকিস্তানের মডেল অভিনেতা দদি খান? সোশ্যাল মিডিয়ায় সদ্য শুরু হয়েছে এই গুঞ্জন। আর সেই গুঞ্জন শুরু হয়েছে রাখী সবন্তের পোস্ট করা ভিডিও থেকেই! সদ্য় রাখী সবন্ত একটি ভিডিও পোস্ট করে নিয়েছিলেন। যেখানে দেখা যাচ্ছে, পাকিস্তানের মডেল অভিনেতা দদি খান তাঁকে প্রেমের প্রস্তাব দিচ্ছেন। শুধু তাই নয়, সঙ্গে তিনি প্রশ্নও ছুঁড়ে দিচ্ছেন যে রাখী কোথায় তাঁকে বিয়ে করতে চান, দুবাই নাকি ভারতেই? সেই ভিডিও পোস্ট করে প্রেমপ্রস্তাব গ্রহণ করেছিলেন রাখীও। কিন্তু কয়েকদিন না যেতে যেতেই উল্টো সুর দদি খানের গলায়। সেই ভিডিওরও হদিশ মিলল রাখির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেই। 

দদি খানের যে ভিডিও প্রকাশ্যে এসেছে, সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, 'আপনাদের সামনে কিছুদিন আগে একটা ভিডিও এসেছিল, যেখানে আপনারা দেখেছিলেন আমি রাখীকে প্রেমপ্রস্তাব দিচ্ছি। হ্যাঁ, আমি ভিডিওটা জেনেশুনেই বানিয়েছিলাম। রাখী আমার দীর্ঘদিনের পরিচিত। আমি যখনই রাখীকে দেখেছি, আমার মনে হয়েছে ওর মনটা ভীষণ বড়। ও ভালবাসতে পারে। লাগামহীন ভালবাসা। রাখী জীবনে অনেক ওঠাপড়া দেখেছে। একজনকে ও পাগলের মতো ভালবেসেছিল। তার জন্যই ও মুসলমান হয়েছিল। নিজের নাম রাখী থেকে বদলে ফতিমা করে নিয়েছিল। সমস্ত নিয়মকানুন পালন করত মুসলিম হওয়ার। কিন্তু সেই মানুষটাও ওকে ছেড়ে চলে গেল।'

দদি খান আরও বলেছেন, 'কিন্তু সেই ভিডিওটা করার পরে আমায় যে যে নেতিবাচক মন্তব্য শুনতে হয়েছে, মানুষেরা যেভাবে আমায় সমালোচনা করেছেন, তাতে আমি আহত। দুঃখিত রাখী.. তুমি হয়তো দদি খানের স্ত্রী হতে পারবে না। কিন্তু তুমি পাকিস্তানের আত্মীয় হবেই। আমি কথা দিচ্ছি। আমারই কোনও ভাইয়ের সঙ্গে আমি তোমার বিয়ে দেব আর তারপরে আমি নিজে তোমার পাশে দাঁড়াব। আমিও চাই তুমি একটা সুন্দর জীবন কাটাও।'

তবে অনেকেই বলছেন, এই খবর মিথ্যা। সত্যিই দদি খানের সঙ্গে হাত মিলিয়ে কোনও বড় চমক দিতে চলেছেন রাখী সবন্ত।

 

আরও পড়ুন: Sherlyn Chopra: কোলে একরত্তি কন্যাসন্তান, বিয়ের আগেই মা হলেন শার্লিন চোপড়া?