মুম্বই: শুভ রাখী বন্ধন (Raksha Bandhan 2022) উৎসবের দিনই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বলিউড তারকা অক্ষয় কুমারের (Akshay Kumar) বহু প্রতীক্ষিত ছবি 'রক্ষা বন্ধন' (Raksha Bandhan)। এই ছবিতে অক্ষয় কুমারে বিপরীতে অভিনয় করেছেন ভূমি পেড়নেকর। এছাড়াও অভিনেতার চার বোনের ভূমিকায় দেখা গিয়েছে চার অভিনেত্রীকে। যাঁরা নিজেরাও বেশ পরিচিত মুখ। আমির খানের ছবির সঙ্গে একসঙ্গে মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের ছবি। ফলে বক্স অফিস কালেকশনেও যে এর প্রভাব পড়বে, তা আশা করা গিয়েছিল। সেই মতো সারাদেশ জুড়ে ছবির প্রচার করছিলেন তারকারা। এত প্রচারের পর প্রথমদিন কত টাকার ব্যবসা করল এই ছবি (Raksha Bandhan Box Office Collection)?


'রক্ষা বন্ধন' ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন-


এদিন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'রক্ষা বন্ধন' ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। তাঁর পোস্ট থেকেই জানা যাচ্ছে, এই ছবি প্রথমদিন ব্যবসা করেছে ৮.২০ কোটি টাকার। তাঁরা আশা করছেন, শনিবার ও রবিবার এই ছবি আরও ভালো ব্যবসা করবে বলে। প্রসঙ্গত, 'রক্ষা বন্ধন' এই বছর মুক্তি পাওয়া অক্ষয় কুমারের তৃতীয় ছবি। প্রথম দুটি ছবি অর্থাৎ, 'বচ্চন পাণ্ডে' এবং 'সম্রাট পৃথ্বীরাজ' বক্স অফিসে চূড়ান্ত ব্যর্থ হয়। 'বচ্চন পাণ্ডে' প্রথমদিন ব্যবসা করেছিল ১৩.২৫ কোটি টাকার। অন্যদিকে, 'সম্রাট পৃথ্বীরাজ' প্রথমদিন ব্যবসা করেছিল ১০.৭ কোটি টাকার। সেদিক থেকে দেখতে গেলে আরও কম ব্যবসা দিয়ে শুরু করল 'রক্ষা বন্ধন'। 


আরও পড়ুন - Hrithik Roshan: রোশন পরিবারে রাখী বন্ধন উৎসব, কে পরিচালনা করলেন জানেন?


সম্প্রতি অক্ষয় কুমারের বেশ কয়েকটি ছবি বক্স অফিসে সাফল্য পায়নি। সেই প্রসঙ্গে অভিনেতা বলেন, 'আমার কেরিয়ারে এমন ঘটনা প্রায়ই ঘটেছে। প্রত্যেকের জীবনেই ওঠা পড়া লেগে থাকে। একজন মানুষ একটা ছবি তৈরির জন্য নিজের সবটা উজাড় করে দেয়। তারপর থাকে প্রচার। আর বাকিটা অবশ্যই দর্শকের হাতে।' ছবি দেখার পর দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া কতটা প্রভাব ফেলে তাঁকে? উত্তরে অক্ষয় কুমার বলেন, 'শুধুমাত্র শুক্রবার, শনিবার ও রবিবার এই প্রভাবটা থাকে। মুক্তি পাওয়ার পর তিনদিন আমার উপর প্রভাব পড়ে। কিন্তু সোমবার থেকে ফের নতুন কাজ শুরু হয়ে যায়।'<





>