মুম্বই: কোথায় গেল বায়ুসেনার পোশাক? হালকা ঘিয়ে রঙের পোশাকের সঙ্গে মানানসই গয়নায় ঝলমল করছেন কঙ্গনা রানাউত। 'তেজস' এর সেটেই রাখিবন্ধন উৎসব পালন করলেন বলিউডের 'লক্ষীবাঈ'। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ছবি।


আজ সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন কঙ্গনা। সেখানে দেখা গিয়েছে, ভাইয়ের হাতে হাসি মুখে রাখি বাঁধছেন কঙ্গনা। ভাইয়ের মুখেও উপচে পড়ছে হাসি। ছবিগুলি শেয়ার করে কঙ্গনা লিখেছেন, 'তেজস -এর শ্যুটেই রাখির উৎসব পালন। একজন নারী সবচেয়ে শক্তিশালী হলেও, তার ভাই তাকে আগলে রাখতে পারে, সঙ্গে থাকতে পারে। তারপরেও একজন নারী রাখি আসার অপেক্ষা করতে পারে, তার ভাই আর বৌদির কেনা উপহারের জন্য অপেক্ষা করতে পারে। ভাইকে রাখি বাঁধলে কারও নারীবাদী ভাবধারায় আঘাত হয় না। রাখিবন্ধনের শুভকামনা।'


গতকালই নতুন উড়ানের কথা ঘোষণা করেছিলেন বলিউডের 'লক্ষীবাঈ'। নতুন ছবি 'তেজস'-এর শ্যুটিং শুরু করেছেন কঙ্গনা রানাউত। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ভারতীয় বায়ুসেনার পোশাকে তাঁর ছবি। বলিউডের এই অভিনেত্রী সবসময়ই পর্দায় নতুন চরিত্র উপহার দিয়ে এসেছেন দর্শকদের। নতুন ছবি 'তেজস'-এও তাঁর চরিত্র একেবারে অন্যরকম।


২০১৬ সালে ভারতীয় বায়ুসেনায় প্রথমবার গুরুত্বপূর্ণ পদ পান মহিলারা। সেই ঘটনাকেই রুপোলি পর্দায় ফুটিয়ে তুলবেন পরিচালক সর্বেশ মেওয়ারা। বায়ুসেনার পোশাকে নিজের ছবি শেয়ার করে কঙ্গনা লিখেছেন, 'আমার আগামী প্রোজেক্ট 'তেজস'-এর শ্যুটিং শুরু হল আজ থেকে। অত্যন্ত উৎসাহ নিয়ে কাজ করছি। এত ভালো একটা টিমকে ধন্যবাদ।' প্রযোজনা সংস্থার তরফ থেকেও কঙ্গনার ছবিটি ট্যুইট করে লেখা হয়েছে, 'আমরা আবার টেক অফ করতে তৈরি। তেজস-এর সেটে শ্যুটিং শুরু হল।'


আগামীতে 'থালাইভি' ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাউতকে। আপাতত, ডিজিটাল প্ল্যাটফর্মে প্রযোজক হিসেবে পথ চলা শুরু করছেন কঙ্গনা রানাউত। ছবির নাম ‘টিকু ওয়েডস সেরু’। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বলিউডের জনপ্রিয় ও বিখ্যাত অভিনেতা নাওয়াজউদ্দিন সিদ্দিকিকে। কঙ্গনা ও নওয়াজই এই ছবির মূল জুটি। প্রসঙ্গত, এর আগেও রুপোলি পর্দায় সফলভাবে প্রযোজনা করেছেন কঙ্গনা। তাঁর প্রযোজিত ছবি 'মনিকর্ণিকা' দর্শকদের পছন্দ হয়েছিল। ছবিটি বক্স অফইসে ব্য়বসা করেছিল দীর্ঘদিন। ছবিতে কঙ্গনার বিপরীতে দেখা গিয়েছিল বাঙালি অভিনেতা যীশুকে।