কলকাতা: সোমবার কাশ্মীরের শ্রীনগরে জি-২০ বৈঠকে যোগ দেন 'আরআরআর' (RRR) অভিনেতা রাম চরণ। আর এদিন ভারতে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত চ্যাং জায়ে-বোক এবং রাম চরণ দুজনকেই অস্কার বিজয়ী তেলেগু ছবির গান নাটু নাটুতে গানের তালে পা মেলাতে দেখা গেছে। এদিনের অনুষ্ঠানে মূল ফোকাস ছিল অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং সাংস্কৃতিক সংরক্ষণের জন্য ফিল্ম ট্যুরিজম বিষয়ে একটি প্যানেল আলোচনা।
সংবাদ সংস্থা এএনআই-এর শেয়ার করা একটি ভিডিওতে রাম চরণকে বলতে শোনা যায়, “আমি কাশ্মীরে এসেছি কারণ আমার বাবা একই ইন্ডাস্ট্রিতে আছেন ও ৪৫ বছর ধরে একজন অভিনেতা হিসেবে কাজ করছেন। আমি দ্বিতীয় প্রজন্ম। আমি ১৯৮৬ সাল থেকে এখানে আসছি, সেই প্রথম যখন আমি কাশ্মীরে ছিলাম। আমার বাবা সোনমার্গ এবং এই সুন্দর জায়গাগুলিতে শুটিং করেছেন। ছোটবেলায় আসতাম। আমার বাবা যখন আমাকে কাশ্মীরে আমন্ত্রণ জানিয়েছিলেন, তখন আমার মনে হতো গ্রীষ্মের ছুটিতে আমি কিছু শিখতে পারছি।"
আরও পড়ুন...
Hand Writing: আপনিও স্বাক্ষরের সময় এমন ভুল করেন, সাবধান, জেনে নিন সঠিক উপায়?
প্রসঙ্গত, 'হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন ফিল্ম অ্যাওয়ার্ডস'-এ বেস্ট অ্যাকশন ফিল্ম, বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার, বেস্ট অরিজিন্যাল সং (নাটু নাটু), বেস্ট স্টান্টস, এই চার বিভাগে জয়ী এস এস রাজামৌলি পরিচালিত, রাম চরণ ও জুনিয়র এনটিআর অভিনীত ব্লকবাস্টার ছবি 'আর আর আর'। এদিন পুরস্কার জয়ের পর বক্তব্য রাখতে উঠে পরিচালক স্টান্ট পরিচালকদের প্রাপ্য স্বীকৃতি দেওয়ার কথাও বলেন। 'বেস্ট অ্যাকশন ফিল্ম' বিভাগে 'দ্য ব্যাটম্যান', 'ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার', 'টপ গান: মেভারিক'-এর মতো ছবিকে পিছনে ফেলেছে রাজামৌলির ছবি। অন্যদিকে 'বেস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম' বিভাগে এটি 'অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট' ও 'ডিসিশন টু লিভ'-এর মতো ছবিকে পিছনে ফেলেছে।
বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার অ্যাওয়ার্ড পাওয়ার পর রাজামৌলি তাঁর সঙ্গে রাম চরণকেও নিয়ে ওঠেন স্টেজে। আরও ভাল ভাল ছবি তৈরির আশ্বাস দেন অভিনেতা। রাজামৌলি এই পুরস্কার ভারতের সমস্ত পরিচালকদের উৎসর্গ করেন।