কলকাতা: সদ্যই মুক্তি পেয়েছে রাম চরণ (Ram Charan) ও কিয়ারা আডবাণী (Kiara Advani) অভিনীত 'গেমচেঞ্জার' (Game Changer)। প্রত্যেকেরই নজর রয়েছে এই ছবির বক্সঅফিস কালেকশনের দিকে। নজর রাখা যাক, ২ দিনে এই ছবি কেমন আয় করল সেই দিকে। মূলত তেলুগু ও হিন্দি, এই দুই ভাষার আয়কেই ছবির মূল আয় বলে ধরা হচ্ছে এই ক্ষেত্রে। শুক্রবার দিন এই ছবিটির হিন্দি ভার্সন বক্সঅফিসে রোজগার করেছে ৭ কোটি। তবে দ্বিতীয় দিনে, হিন্দি ভাষায় এই ছবির আয় কিছুটা কমেছে। দ্বিতীয় দিনে এই ছবিটি আয় করেছে ৬.৬৫ কোটি। অর্থাৎ ২ দিনের মধ্য়ে রাম চরণ, কিয়ারা আডবাণী অভিনীত এই ছবির হিন্দি ভার্সন আয় করেছে ১৩.৬৫ কোটি। 

অন্যদিকে Sacnilk-এর দেওয়া তথ্য অনুসারে, এই ছবিটি মুক্তির দিন গোটা দেশে আয় করেছে ৫১. ২৫ কোটি। এই আয় সমস্ত ভাষার আয় মিলিয়ে। কেবল হিন্দি নয়, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি। আর এই সব মিলিয়েই প্রথমদিনে এই ছবি আয় করেছে ৫১. ২৫ কোটি। ওয়েব সাইটে দেওয়া তথ্য অনুয়ায়ী, এই ছবিটি প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করেছে তেলুগু ভার্সন থেকে। সেই আয়ের সংখ্যাটা হল ৪২ কোটি। তামিল ভাষায় এই ছবিটি আয় করেছে ২.১ কোটি। হিন্দি ভাষায় এই ছবিটি প্রথমদিনে আয় করেছে ৭ কোটি। কন্নড় ভাষায় এই ছবিটি উপার্জন করেছে ০.০১ কোটি। মালয়ালি ভাষায় এই ছবিটি আয় করেছে ০,০৫ কোটি। সকালের শো-তে এই সিনেমার শো-এর অক্যুপেন্সি ছিল ৫৫.৮২ শতাংশ। বিকেলের শো-তে এই সিনেমার অক্যুপেন্সি ছিল ৩৯.৩৩ শতাংশ। সন্ধের শো-এর অক্যুপেন্সি ছিল ৫০.৫৩ শতাংশ। 4DX -শো -এর বিকেলের অক্যুপেন্সি ছিল ৮২ শতাংশ। তবে বলা যায়, অন্তত শুরুর দিকে 'আর আর আর'-এর সাফল্যকে ছুঁতে পারেনি এই ছবি। 

শোনা যাচ্ছে, ইতিমধ্যেই গেম চেঞ্জারের ডিস্ট্রিবিউশন রাইটস বিক্রি হয়েছে প্রায় ৩৫০ কোটি টাকায়। ছবিটির ওটিটি স্বত্ত্ব বিক্রি করা হয়েছে আমাজন প্রাইম ভিডিওয়।  প্রায় ৪০০ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছে ছবিটি। এবার এই ছবিটি প্রেক্ষাগৃহের কালেকশনে কতটা টাকা ঘরে আনতে পারে এবার সেটাই দেখার।

আরও পড়ুন: Rashmika Mandhana: জিম করতে গিয়ে গুরুতর চোট, শ্যুটিং বন্ধ করে বাড়িতে বসে অপেক্ষায় রশ্মিকা