মুম্বই: শিরোনামে 'আর আর আর' (RRR)। সম্প্রতি এই ছবির গান 'নাটু নাটু' (Natu Natu) আন্তর্জাতিক সম্মান 'গোল্ডেন গ্লোব' নিয়ে এসেছে। আর এবার অভিনেতা রাম চরণ (Ram Charan) একটি সাক্ষাৎকারে জানালেন, এই ছবির প্রথম শো দেখার অভিজ্ঞতা। সেই শো-তে রাম চরণের সঙ্গীই বা কে ছিলেন, প্রকাশ করলেন সেই কথাও।                                                                                                 


সদ্য একটি সাক্ষাৎকারে রাম চরণ জানান, প্রথমবার পরিচালক এস এস রাজামৌলি (S. S. Rajamouli)-র সঙ্গে ভোর ৪টের সময় ছবিটি দেখেছিলেন তিনি। কোনও মাল্টিপ্লেক্স নয়, সিনেমাটি চালানো হয়েছিল একটি সাধারণ স্থানীয় থিয়েটারে। অভিনেতা অভিনেত্রী ও ক্রুদের মধ্যে গোটা থিয়েটারে কেবল তাঁরা ২ জনই ছিলেন কারণ ছবি মুক্তির আগে অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের তা দেখার অনুমতি ছিল না। আর প্রথমবার ছবিটি সম্পূর্ণ দেখে, গ্রাফিক্সের কাজ দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন রাম চরণ।                                   


আরও পড়ুন: Sahana Bajpaie Childhood Photo: কলেজ জীবনের ছবি প্রকাশ্যে, চিনতে পারছেন এই বাঙালি সঙ্গীতশিল্পীকে?


তবে এই প্রথম একসঙ্গে কাজ করছেন না রাম চরণ ও রাজা মৌলি। এর আগে মগধীরা (Magadheera) ছবিতে ২ জনে একসঙ্গেকাজ করেছিলেন। ১৪ বছর আগের কথা মনে পড়ে যায় রাজা মৌলির। সেই সময় থেকে এই ৪টের সময় একসঙ্গে ছবি দেখা, সফরটা ভীষণ পছন্দের অভিনেতার।                                                                                                                                                                 


রাম চরণ বলছেন, 'সময়টা ছিল ঠিক করোনার পরবর্তী সময়ে। আমাদের ২ জনেই মাস্ক পরেছিলাম। শুধু তাই নয়, টুপিও পরেছিলেন তাঁরা। কিন্তু সম্ভবত এতকিছুর পরেও তাঁদের চিনতে পেরেছিলেন দর্শকেরা।' এর সঙ্গে সঙ্গে রাম চরণ জানান, তাঁর বয়স বাড়ছে, তাই বছরে ২টোর বেশি ছবি করবেন না বলে ঠিক করেছেন তিনি। কিন্তু ২০১৩ ও ২০২৪ সালের জন্য ইতিমধ্যেই ৩টি ছবির জন্য সাক্ষর করে ফেলেছেন তিনি। আরও ৬টা ছবির কথা চলছে বলে জানিয়েছেন রাম চরণ।