মুম্বই: একটা সময় মানুষের কাছে বিনোদন বলতে ছিল, দূরদর্শনে 'রামায়ণ' দেখা। যা দেখার জন্য গোটা এলাকা ফাঁকা হয়ে যেত। কঠিন সময়ে যে শক্তি যুগিয়েছে রামানন্দ সাগরের 'রামায়ণ', তা আর বলার অপেক্ষা রাখে না। যার বাড়িতে টিভি থাকত, একসঙ্গে অনেক মানুষ, তার বাড়িতেই ভিড় করতেন। 'রামায়ণ' -এ রামের চরিত্রে অভিনেতা  অরুণ গোভিল আশির দশকে সবার হৃদয়ে জায়গায় করে নিয়েছিলেন। আর সেই দৃশ্য আরও একবার ফিরেছিল কোভিড পরিস্থিতিতেও। আর এবার অযোধ্যার রাম মন্দিরে উদ্বোধনের আমন্ত্রণ পত্র পেলেন অভিনেতা অরুণ গোভিল। ইতিমধ্যেই তিনি সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন, 'আমন্ত্রণ পেয়ে আমি খুব খুশি।'


উল্লেখ্য, চলতি বছরের ২২ জানুয়ারি উদ্বোধন হতে চলেছে রামমন্দিরের। ওই দিন অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।  প্রাণ প্রতিষ্টা উৎসবের জন্য সরকার ও প্রশাসন দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে আসছে। এখন প্রস্তুতি শেষ পর্যায়ে। রাম মন্দিরে নিরাপত্তার জন্য কড়া ব্যবস্থা করা হয়েছে। সম্প্রতি,  উদ্বোধনের আমন্ত্রণ পত্র পেয়েছেন 'রামায়ণ'-র অভিনেতা অরুণ গোভিল। তিনি বলেন, 'অযোধ্যার রাম মন্দিরে উদ্বোধনের আমন্ত্রণ পত্র পেয়ে আমি খুবই খুশি। এবং আমি রাম মন্দিরে যাওয়ার জন্য মুখিয়ে রয়েছি।এটা আমার জীবনে অন্যতম বড় সুযোগ। সবকিছুই খুব ভাল যাচ্ছে। পরিবেশ বলতে গেলে একেবারেই পজিটিভ। যাবতীয় এনার্জি সেখানে রয়েছে। সবদিক থেকে বলতে গেলে, আমরা সবাই খুব খুশি।'


আরও পড়ুন, সপ্তাহান্তে দেশের একাধিক শহরে দাম কমল পেট্রোল-ডিজেলের, কী দাম কলকাতায় ?


রাম মন্দির উদ্বোধনের মাহেন্দ্রক্ষণে উপস্থিত থাকবেন, রাজনৈতিক জগতের বিশিষ্টরা থেকে বলিউড ও ক্রীড়াজগতের বিশিষ্টরা। পুরো অনুষ্ঠানটি তদারকি করছে উত্তরপ্রদেশ সরকার। রাম মন্দির প্রতিষ্ঠার লড়াইয়ে বহুবছরের অংশীদার, বিজেপি নেতা এবং প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লালকৃষ্ণ আডবানিও রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠায় যোগ দেবেন। বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক কার্যনির্বাহী সভাপতি অলোক কুমার বিষয়টি নিশ্চিত করেছেন।  রাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠানে প্রবেশের কিছু নিয়ম রয়েছে। সকাল ১১ টার মধ্যে রাম মন্দিরে প্রবেশ করতে হবে অতিথিদের। অতিথি তালিকায় নাম নেই, এমন কোনও সাধু-সন্ত প্রবেশ করতে পারবেন না। অতিথিরা কোনও পরিচারক বা সাহায্যকারীকে নিয়ে প্রবেশ করতে পারবেন না, তাঁদের একাই যেতে হবে মন্দির চত্বরে। যদি কোনও সাধু-সন্ত রামলাল্লাকে দর্শন করতে চান, তাহলে তাঁরা প্রধানমন্ত্রী বেরিয়ে যাওয়ার পরই প্রবেশ করতে পারবেন।