গত সপ্তাহে মুক্তি পেয়েছে রামগোপালের শেষ ছবি লক্ষ্মী এনটিআর। তার ঠিক এক সপ্তাহের মাথায় তাঁর এই নতুন ঘোষণা। রবিবার ৫৭ বছরে পা দিয়েছেন রামু। আগামী ছবির ঘোষণা করে তিনি টুইট করেছেন, এই প্রথম অভিনয়ে ভাগ্যান্বেষণ করতে চলেছেন। সঙ্গে শেয়ার করেছেন কোবরা-র ফার্স্ট লুকের পোস্টার। তাতে লেখা, সবথেকে বিপজ্জনক অপরাধীর বায়োপিকের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবি। এ গ্রেফতার হলে পুলিশ দফতরের অর্ধেক জেলে চলে যাবে।
কোবরা-য় রামগোপাল আর নামে এক গোয়েন্দা আধিকারিকের চরিত্রে রয়েছেন।
তাঁর সঙ্গে বেশ কয়েকটি ছবি করা অমিতাভ বচ্চন টুইট করে অভিনয় দুনিয়ায় স্বাগত জানিয়েছেন তাঁকে।
জবাবে এই নতুন সফরে পাশে থাকার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন রামগোপাল।