মুম্বই: সদ্যই নিজের ট্যুইটার হ্যান্ডনে দক্ষিণী ও বলিউড ছবির জনপ্রিয় অভিনেতা রানা দগ্গুবতি (Rana Daggubati) জানিয়েছিলেন যে, তিনি সোশ্যাল মিডিয়া থেকে ছুটি নিচ্ছেন। 'কাজ চলছে' বলে একটি পোস্টও করেন। আর তারপরই ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে সমস্ত পোস্ট মুছে ফেললেন অভিনেতা। কাকতালীয়ভাবে দিনটি ছিল তাঁর বিবাহবার্ষিকী (Rana Daggubati Wedding Anniversary)। কী এমন হল, যার জন্য বিবাহবার্ষিকীতেই ইনস্টাগ্রাম থেকে সমস্ত পোস্ট মুছে দিলেন তিনি?


ইনস্টাগ্রাম থেকে সমস্ত পোস্ট মুছলেন রানা দগ্গুবতি-


৯ অগাস্ট ছিল রানা দগ্গুবতি ও তাঁর স্ত্রী মিহিকা বাজাজের বিবাহবার্ষিকী। আর সেইদিনই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে সমস্ত পোস্ট ডিলিট করে দিলেন রানা। ইনস্টাগ্রামে তাঁকে প্রায় ৪.৭ মিলিয়ন মানুষ ফলো করেন। আচমকা অভিনেতার এমন কাজে তাঁরাও হতবাক হয়ে গিয়েছেন। প্রসঙ্গত, গত সপ্তাহেই ট্যুইটার হ্যান্ডলে পোস্ট করে তিনি জানান যে, তিনি সোশ্যাল মিডিয়া থেকে ছুটি নিচ্ছেন। তিনি লেখেন, 'কাজ চলছে। সোশ্যাল মিডিয়া থেকে ছুটি নিচ্ছি। দেখা হচ্ছে ছবিতে। বড় করে, আরও ভালো করে, আরও শক্তিশালী হয়ে। সকলকে অনেক ভালোবাসা। রানা দগ্গুবতি।' যদিও তিনি কেন ছুটি নিচ্ছেন, সে সম্পর্কে বিশদে কিছু জানাননি।


আরও পড়ুন - Shehnaaz Gill: সলমনের সঙ্গে সম্পর্কের অবনতি? ভাইজানের ছবি থেকে বাদ? বিস্ফোরক শেহনাজ


প্রসঙ্গত, হায়দরাবাদেই পারম্পরিক রোকা অনুষ্ঠানের মাধ্যমে বাগদান সম্পন্ন হয়েছিল রানা ও মিহিকার। দক্ষিণী অভিনেত্রী সামান্থা প্রভু এবং আল্লু অর্জুনকে দেখা যায় বিয়ের অনুষ্ঠানে। উভয় পরিবারেই যাবতীয় নিয়ম ও শর্ত মেনেছেন এবং অতিথিদের সুরক্ষার সবরকম ব্যবস্থা নেন। হায়দরাবাদের রামানাইডু স্টুডিওয়ে একটি ছিমছাম অনুষ্ঠানে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রানা দগ্গুবতি ও মিহিকা। উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনেরা। বিয়ের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।


অন্যদিকে, রানা দগ্গুবতির স্ত্রী মিহিকা বাজাজ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অভিনেতার সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। তার কোনওটিতে তাঁদের রেস্তোরাঁয় দেখা যাচ্ছে। কোনওটি ফুলের বাগানে। কোনওটি আবার আইফেল টাওয়ারের সামনে। 


দক্ষিণী ছবিতে এবং বলিউডের অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় মুখ রানা দগ্গুবতি। 'বাহুবলী' তাঁকে আরও জনপ্রিয়তা এনে দিয়েছে। তাঁকে শীঘ্রই দেখা যেতে চলেছে ওয়েব সিরিজ 'রানা নাইডু'তে। হিন্দিতেও এই সিরিজ দেখা যাবে বলে জানা যাচ্ছে। রানা ছাড়াও এই সিরিজে অভিনয় করবেন সুরভীন চাওলা, সুশান্ত সিংহ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা পিল্লাই, গৌরব চোপড়া, আশিষ বিদ্যার্থী প্রমুখ অভিনেতারা।