কলকাতা: প্রথমে মনমালিন্যর জেরে শ্যুটিং বন্ধ, সহকর্মীদের হুমকি এবং এবার একেবারে আইনি পদক্ষেপ! টলিউডের ৩ ব্যক্তির নামে মানহানির মামলা করলেন প্রযোজক রানা সরকার (Rana Sarkar)। সোশ্যাল মিডিয়ায় তাঁর কাছে টাকা পায় এই মর্মে একাধিক পোস্ট করেছিলেন ওই ৩ ব্যক্তি। অভিযোগ, রানা যাঁদের সঙ্গে কাজ করেন তাঁদের ফোন করে প্রাণে মারার হুমকি পর্যন্ত দিয়েছেন তাঁরা। যার জেরেই বন্ধ নতুন ছবি 'বেহায়া'-র শ্যুটিং।


সৈকত দাস, জাকির হুসেন মৌলিক, ও সুমন কল্যাণ জানা, এই ৩জনকে আইনি নোটিস পাঠিয়েছেন রানা। সেই নোটিসের সারমর্ম, রানা সরকারের কাছ থেকে তাঁরা টাকা পায়, এই কথা লিখে সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেছেন তাঁরা। কুৎসা রটিয়েছেন, এমনকি যাঁদের থেকে শ্যুটিংয়ের জিনিসপত্র নেন রানা, তাঁদেরও হুমকি দিয়েছেন রানার সঙ্গে কাজ না করার জন্য। সর্বসমক্ষে ক্রমাগত এই ধরনের কথা রটিয়ে দেওয়ায় ক্ষুদ্ধ রানাও। 


এবিপি লাইভকে প্রযোজক বলছেন, 'আমার কাছে কেউ কোনও টাকা পায় না। অথচ আমার নামে সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত মিথ্যে অভিযোগ করা হচ্ছে। আমার সহকর্মীদের প্রাণে মারার পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছে। আমি আইনি নোটিস পাঠিয়ে মানহানির মামলা করেছি। হয় ওই ব্যক্তিদের সর্বসমক্ষে ক্ষমা চাইতে হবে এবং মেনে নিতে হবে তাঁরা যেগুলো রটিয়েছিলেন সেগুলো মিথ্যা, অথবা ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছি আমি। এর জেরে আমার ছবির শ্যুটিং ব্যহত হয়েছে।'


আরও পড়ুন: Shilpa Shetty: নিজের হাতে আরতি, পোশাকে ট্যুইনিং, সুস্থ হয়েই গণেশ পুজো জমিয়ে দিলেন শিল্পা


এই ঘটনার শুরুতে এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে রানা বলেছিলেন, 'আমার কাছে হুমকি আসছে, আমি নাকি অনেককে প্রাপ্য টাকা দিইনি। হুমকি ফোন, অকথ্য ভাষা প্রয়োগ পর্যন্ত করা হচ্ছে। তবে এর মধ্যে কোনও রাজনৈতিক যোগ নেই। সম্পূর্ণ ব্যবসায়ীক স্বার্থে ইন্ডাস্ট্রির একদল মানুষ আমার কাজের ক্ষতি করার চেষ্টা করছে। তাদের ভয়, আমি ছবি বানালে তা ভালো হবে আর তাদের ব্যবসার ক্ষতি করবে। আমার সঙ্গে যে সমস্ত টেকনিশিয়নরা কাজ করতে চান, তাঁদের ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি জিনিসপত্র ভেঙে দেওয়ার ভয়ও দেখানো হচ্ছে। অথচ আমার কাছে কেউ কোনও টানা পান না। যদি টাকা পাওয়ার দাবি করেন, তাহলে আইনের চোখে সেটা প্রমাণ করুন। এই পরিস্থিতির উন্নতি না হলে আমি আর কোনও সিনেমা প্রযোজনা করব না। আপাতত বেহায়ার শ্যুটিং বন্ধ হয়েছে। কিন্তু এই অবস্থা চলতে থাকলে পরমব্রত, রাহুল, সৃজিতের ছবি নিয়েও অন্য পরিকল্পনা নিতে হবে। ইন্ডাস্ট্রি থেকে একজন প্রযোজক হাত তুলে নেওয়া মানে আখেরে দর্শক আর অভিনেতা, অভিনেত্রী, টেকনিশিয়নদেরই ক্ষতি। সেটা কেউ ভাবছে না। এই গুণ্ডাগিরি বন্ধ না হলে কাজ করব না।'


হুমকি দেওয়ার কারণে পুলিশের কাছেও অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন রানা। সেই ঘটনারও তদন্ত চলছে।