Oppo A57e: ওপ্পো এ৫৭ই (Oppo A57e) ফোন লঞ্চ হয়েছে ভারতে। ওপ্পো ‘এ’ সিরিজের এই ফোনে (Oppo A Series Phone) রয়েছে এইচডি প্লাস ডিসপ্লে। এছাড়াও এই ফোনে রয়েছে একটি মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর। ওপ্পোর (Oppo Smartphone) এই ফোনে একটি ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ১৩ মেগাপিক্সেলের সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি।
ভারতে ওপ্পো এ৫৭ই ফোনের দাম
ওপ্পো ‘এ’ সিরিজের নতুন ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতে ১৩,৯৯৯ টাকা। কালো এবং সবুজ রঙে লঞ্চ হয়েছে ওপ্পো এ৫৭ই ফোন। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই ফোন।
ওপ্পো এ৫৭ই ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে ডুয়াল সিমের (ন্যানো) স্লট। অ্যান্ড্রয়েড ১২ বেসড ColorOS 12.1- এর সাহায্যে পরিচালিত হবে এই ফোন।
- ওপ্পো এ৫৭ই ফোনে একটি ৬.৫৬ ইঞ্চির এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে রয়েছে। এছাড়াও এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর রয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি র্যাম।
- এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে একটি ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। কম আলোয় ভাল ছবি তোলার ফিচারও রয়েছে ওপ্পো এ৫৭ই ফোনের ক্যামেরায়।
- এই ফোনের ১২৮ জিবি স্টোরেজের পরিমাণ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। কানেক্টিভিটি অপশন হিসেবে এই ফোনে রয়েছে ৪জি, ওয়াই-ফাই, ব্লুটুথ ভি৫.২, একটি ইউএসবি টাইপ সি পোর্ট এবং একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক।
- ওপ্পো এ৫৭ই ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। তার সঙ্গে ৩৩ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। আর রয়েছে Ultra Linear স্টিরিও স্পিকার। ফোনের ওজন প্রায় ১৮৭ গ্রাম। বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য রয়েছে ফেস রেকগনিশন ফিচারের সাপোর্ট।
ওপ্পো এ৫৭
বলা হচ্ছে, এই ফোনের সঙ্গে ওপ্পো এ৫৭ই ফোনের যথেষ্ট মিল রয়েছে। তাই ওপ্পো এ৫৭ ফোনের সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক। জুন মাসে এই ফোন দেশে লঞ্চ হয়েছিল। ওপ্পো এ৫৭ (২০২২)- ভারতে এই ফোনের ৪ জিবি ব়্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ১৩,৯৯৯ টাকা। একই দাম ধার্য হয়েছে ওপ্পো এ৫৭ই ফোনের ক্ষেত্রেও।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হয়েছে নোকিয়ার নতুন ফ্লিপ ফোন, দাম কত? কী কী ফিচার রয়েছে