মুম্বই: রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্টের (Alia Bhatt) বিয়ের সানাই বাজল বলে। জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। যদিও কপূর পরিবারের সদস্যরা এই বিয়ে সম্পর্কে মুখে একেবারেই কুলুপ এঁটেছেন। কিন্তু আলিয়া ভট্টের পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই কয়েকজন রণবীর-আলিয়ার বিয়ের খবর নিশ্চিত করেছেন। গতকাল দেখা গিয়েছিল, আলোয় সেজে উঠেছে দুই তারকার নতুন বাড়ি। সম্প্রতি নেট দুনিয়ায় যে ছবি ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে, তাতে দেখা গিয়েছে, আলোয় সেজে উঠেছে আর.কে স্টুডিও। 


আলোয়ে সেজেছে আর.কে স্টুডিও-


সম্প্রতি পাপারাজ্জিদের পক্ষ থেকে নেট মাধ্যমে বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, আর.কে স্টুডিও আলোয় আলোয় সেজে উঠেছে। কমপ্লেক্সের গাছে গাছে আলো ঝলমল করছে। এই ভিডিও দেখে এক অনুরাগী কমেন্টে বলেছেন যে, 'এই প্রজন্মের সবথেকে বড় দুই সুপারস্টার বিয়ে সারতে চলেছেন।' আবার কেউ লিখেছেন, 'আর অপেক্ষা করতে পারছি না।' যদিও রণবীর কপূর কিংবা আলিয়া ভট্ট কেউই তাঁদের বিয়ের কথা অফিশিয়ালি ঘোষণা করেননি এখনও পর্যন্ত।




আরও পড়ুন - Ranbir Alia Wedding: আলিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন নীতু কপূর


প্রসঙ্গত, এক সাক্ষাৎকারে আলিয়া ভট্টের দাদা রাহুল ভট্ট (Rahul Bhatt) বলেন, 'হ্যাঁ। বিয়েটা হচ্ছে। আর আমি সেখানে আমন্ত্রিত রয়েছি। যদিও আমি সেখানে একেবারেই গান গাইতে কিংবা নাচতে যাচ্ছি না। আমি পেশাগতভাবে একজন জিম প্রশিক্ষক। আর সেখানে আমাকে বাউন্সারের ভূমিকাতেও দেখা যেতে পারে। আমি এই বিয়ের রক্ষাকারী।' আলিয়া ভট্টের কাকা রবিন ভট্ট আবার অন্যদিকে জানিয়েছেন যে, আগামী ১৫ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হবেন রণবীর-আলিয়া (Ranbir Kapoor Alia Bhatt Wedding)। উৎসব শুরু হয়ে যাবে ১৩ এপ্রিল থেকে। অতএব, আলিয়া ভট্টের পরিবারের দুই সদস্যের কথায় পরিষ্কার যে, গুঞ্জন মতো চলতি মাসের মাঝামাঝিতেই বিয়ে হতে চলেছে তাঁদের।