নয়াদিল্লি: 'চান্না মেরেয়া' (Channa Mereya) হোক বা 'গলতি সে মিসটেক' (Galti Se Mistake) বা ধরুন হালের 'পেয়ার হোতা কই বার হ্যায়' (Pyaar Hota Kahi Baar Hain), রণবীরের (Ranbir Kapoor) মুখে অরিজিৎ সিংহের (Arijit Singh) কণ্ঠ মানে সেই গান সুপারহিট। শ্রোতাদের খুব পছন্দের এই জুটি। এবার তাঁদের একসঙ্গে দেখা গেল এক কনসার্টের মঞ্চে। একে অপরের প্রতি তাঁদের শ্রদ্ধা, ভালবাসা বিনিময় দেখে আপ্লুত নেটিজেনরা, ভাইরাল ভিডিও (Viral Video)। 


অরিজিতকে পা ছুঁয়ে প্রণাম রণবীরের, ভাইরাল ভিডিও


শনিবার চণ্ডীগড়ের একটি কনসার্টে অনুষ্ঠান করছিলেন অরিজিৎ সিংহ। সেখানেই দর্শকদের অবাক করে দিয়ে শিল্পীর সঙ্গে যোগ দেন অভিনেতা রণবীর কপূর। মঞ্চে উঠেই অরিজিৎ সিংহের পা ছুঁয়ে প্রণাম করতে যান অভিনেতা। যদিও তড়িঘড়ি তাঁকে জড়িয়ে ধরেন অরিজিৎ। নিমেষে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। 


সম্প্রতি রণবীরের আসন্ন ছবি 'অ্যানিমল' ছবির 'সতরঙ্গা' গানটি মুক্তি পেয়েছে। সেটি গেয়েছেন অরিজিৎ নিজেই। মনে করা হচ্ছে ছবির প্রচারের জন্যই গতকাল চণ্ডীগড় গিয়েছিলেন রণবীর। আর সেখানেই গায়কের শো থাকায় একসঙ্গেই ছবির প্রচার সারেন। তাঁদের একসঙ্গে মঞ্চে দেখে উচ্ছ্বাস করতালিতে ফেটে পড়ে দর্শকমহল। 


 



অপর একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে মঞ্চের একেবারে সামনে গিয়ে অনুরাগীদের হাত নেড়ে ফেরার সময়ও অরিজিৎকে দেখে অভিবাদন জানান অভিনেতা। দু'জনেই স্টেজে হাঁটু গেড়ে বসে একে অপরকে মাথা নত করে কুর্নিশ জানান। তারপর উঠেই জড়িয়ে ধরলেন একে অন্যকে। আলিঙ্গনের মাঝেই হাতের ভঙ্গিতে বুঝিয়ে দিলেন অপরজনই সেরা। 


 






এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এক পাপারাৎজি লেখেন, 'এই নম্রতা, এই সম্মান, এই প্রশংসা।' তাঁদের একে অপরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন দেখে সকলেই আপ্লুত। অনেকেই আবার এই ভিডিও দেখে ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত রণবীর কপূর অভিনীত 'রকস্টার' ছবির প্রসঙ্গ টেনেছেন। 


রণবীরের কণ্ঠে অরিজিৎ সিংহ একাধিক গান গেয়েছেন। 'চান্না মেরেয়া', 'অ্যায় দিল হ্যায় মুশকিল', 'কেসরিয়া', 'সূরয ডুবা হ্যায়', 'অগর তুম সাথ হো', 'দিল্লিওয়ালি গার্লফ্রেন্ড', 'ফির লে আয়া দিল', 'কবিরা' বা 'ইলাহি', তালিকা সহজে শেষ হওয়ার নয়। এবার সেই তালিকায় সর্বশেষ সংযোজন 'সতরঙ্গা'। 


সন্দীপ রেড্ডি ভঙ্গা পরিচালিত 'অ্যানিমল' ছবিতে প্রথমবার জুটি বাঁধবেন রণবীর কপূর ও রশ্মিকা মান্দান্না। ছবিতে দেখা যাবে অনিল কপূর, ববি দেওলকেও। ১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মলয়ালম ভাষায় মুক্তি পাবে এই ছবি।