মুম্বই: সঞ্জু দারুণ সাফল্য পেয়েছে। রণবীর কপূর এখন ব্যস্ত অয়ন মুখোপাধ্যায়ের ছবি ব্রহ্মাস্ত্র-এর শ্যুটিংয়ে। এবার শোনা যাচ্ছে, পরিচালক রাজকুমার হিরানি তাঁর সঙ্গে আবার কাজ করতে চাইছেন।

জানা গিয়েছে, মুন্নাভাই সিরিজেও রণবীরকে একটি চরিত্র অফার করেছেন তিনি। মুন্নাভাই-এর আগামী ছবিতে দেখা যেতে পারে তাঁকে। সার্কিটের চরিত্রে দেখা যেতে পারেন তিনি।

[embed]

সঞ্জয় দত্ত ও রণবীর শামসেরা ছবিতে এক সঙ্গে কাজ করছেন। তাঁদের ব্যক্তিগত সম্পর্ক যথেষ্ট উষ্ণ। সেই বোঝাপড়াই মুন্নাভাই পরিচালক ক্যামেরাবন্দি করতে চাইছেন। যদিও এই খবর পাকাপাকিভাবে এখনও কেউ স্বীকার করেননি। মুন্নাভাই-তে রণবীরকে কোন চরিত্র অফার করা হবে, আদৌ তিনি তাতে কাজ করবেন কিনা জানতে আরও অপেক্ষা করতে হবে।