কলকাতা: এই ছবি তাঁর সঙ্গে থেকেছে দীর্ঘদিন। তিলে তিলে এই চরিত্রকে গড়ে তুলেছিলেন রণবীর কপূর (Ranbir Kapoor)। সেই ছবির প্রথম পর্বের শ্যুটিং শেষ। এই ছবির কারণে নিজের বিলাসবহুল জীবনেও বদল এনেছিলেন রণবীর। ছেড়েছিলেন বহু বিলাসবহুল অভ্যাস। রঘুনন্দনের চরিত্রে একের পর এক শট দিয়ে প্রত্যেককে চমকে দিয়েছিলেন তিনি। সেই ছবির প্রথম পর্বের শ্যুটিংয়ের শেষ দিনে আবেগপ্রবণ হলেন রণবীর। সোমবার রাতে ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর শুটিং শেষ করেছেন পরিচালক নীতেশ। আর শ্যুটিং শেষে বিদায়ী বক্ত্ৃতা দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রণবীর।

রামের চরিত্র ফুটিয়ে তুলতে যথেষ্ট পরিশ্রমের মধ্যে দিয়ে গিয়েছেন রণবীর কপূর। ৩ বছর ধরে চাবুক ফিগার তৈরি করতে খেটেছেন তিনি। ত্যাগ করেছেন সমস্ত রকমের নেশা, খাননি মাংস ও। এই ছবিতে সীতার চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে। রাম ও সীতার চরিত্রে রণবীর ও সাই পল্লবীকে কেমন মানাবে, সেটার জন্যই অপেক্ষায় রয়েছেন দর্শকেরা। সূত্রের খবর, আগামীকাল, অর্থাৎ ৩ জুলাই নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এর প্রথম ঝলক প্রকাশ পাবে। এই ছবি ঘোষণা হওয়ার পর থেকেই দর্শকদের এই সিনেমা নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। দীর্ঘদিন ধরেই এই সিনেমার শ্যুটিং চলল। অবশেষে মুক্তির অপেক্ষায় এই সিনেমার প্রথম ঝলক।

 এমনিতেই সমাজমাধ্যম ব্যবহার করেন না রণবীর। সেই কারণেই সবকিছু থেকে দূরে সরে গিয়ে রামের চরিত্রের জন্য প্রস্তুতি নিয়েছিলেন তিনি। অবশেষে দর্শকদের সামনে সেই চরিত্রকে আনার সময় এসেছে। 'অ্যানিমাল'-এর পরে আর কোনও ছবিতে দেখা যায়নি রণবীরকে। 'অ্যানিমাল'-এ রণবীরের চরিত্র ছিল একেবারে অন্যরকম। সেখানে ছিল উগ্র পৌরুষত্ব। সেই সঙ্গে সিনেমাটিতে যথেষ্ট হিংসাত্বক দৃশ্য ও ছিল। তবে তাঁর পরের ছবির জন্য আমূল পরিবর্তন প্রয়োজন ছিল রণবীরের। সেটাই করেছেন তিনি। শ্যুটিংয়ের শেষ দিকে কেক কাটেন রণবীর। বিদায়ী ভাষণ দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি। যে ছবিকে তিনি দীর্ঘদিন ধরে লালন পালন করে এসেছেন, যে চরিত্রকে নিয়ে বেঁচেছেন দীর্ঘদিন, সেই চরিত্রকে বিদায় বলা ততটা সহজ নয়। এবার অপেক্ষা দর্শকদের এই ছবিটি কেমন লাগে সেটাই দেখার ২০১৬ সালে মুক্তি পাবে এই ছবি।