মুম্বই: সম্প্রতি এক সাক্ষাত্কারে বলিউডের বিখ্যাত পরিচালক-প্রযোজক কর্ণ জোহর প্রসঙ্গে কার্যত বিস্ফোরক মন্তব্য করলেন রণবীর কপূর। রণবীরের দাবি, কর্ণের বিখ্যাত টক-শো কফি উইথ কর্ণ কার্যত বলিউডের তারকাদের আরও সমস্যায় জড়িয়ে দেয়। আর সমস্যায় জড়িয়ে যখন অপ্রস্তুতে পড়েন তারকারা, তখন সেখান থেকে ফায়দা তোলেন কর্ণ, তোপ রণবীরের।

রণবীর নিজের বক্তব্যের স্বপক্ষে বলতে গিয়ে বলেন, কর্ণের শোয়ে প্রত্যেকে এতটা সহজভাবে কথা বলতে শুরু করেন, যে তাঁরা ভুলে যান তাঁরা কোটি কোটি দর্শকের সামনে কথা বলছেন। তারপর তারকাদের বলা সেই কথা নিয়েই শুরু হয় বিতর্ক।

কর্ণের এই জনপ্রিয় শো নিয়ে তিনি বড়ই ক্লান্ত, সাক্ষাত্কারে অকপট স্বীকারোক্তি রণবীরের। এমনকি শোতে তিনি এবার আসতেও চাননি। কার্যত তাঁকে বাধ্য করা হয়েছে শোতে অংশ নেওয়ার জন্যে। প্রসঙ্গত, রণবীর এবং অনুষ্কা চেয়েছিলেন এই শোয়ের সম্প্রচার বন্ধ করতে। এমনকি বলিউড তারকাদেরও তাঁরা অনুরোধ করতে চেয়েছিলেন, যেন তাঁরা কেউ এই শোতে অংশ না নেন।