কলকাতা: মুক্তির দোরগোড়ায় লভ রঞ্জনের ছবি 'তু ঝুটি ম্য়ায় মক্কার'। আর এরইমধ্য়ে প্রকাশ্য়ে এল নতুন তথ্য়। বিটাউন সূত্রে খবর, পরিচালক ইতিমধ্য়েই রনবীর কপূরকে (Ranbir Kapoor) আরও দুটি ছবির অফার করেছেন। তবে এই ছবি দুটি কোন ঘরানার বা এই ছবিতে রনবীরের বিপরীতে কাকে দেখা যাবে, সেই তথ্য় এখনও প্রকাশ্য়ে আসেনি।


রনবীর কপূর (Ranbir Kapoor) সম্প্রতি জানিয়েছিলেন,'প্য়ায়ার কা পঞ্চনামা টু' দেখার পরই তিনি লভ রঞ্জনের সঙ্গে কাজ করতে আগ্রহী হয়েছিলেন। তারপরই সত্য়ি হয় তাঁর বাসনা। শ্রদ্ধা কপূরের সঙ্গে রমকম ঘরানার ছবি 'তু ঝুটি ম্য়ায় মক্কার'এ কাজের সুযোগ পেলেন অভিনেতা। 


তবে এই ছবি ছাড়াও রনবীর কপূরের হাতে রয়েছে একাধিক বিগ বাজেট প্রোযেক্ট।  ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের বায়োপিকে অভিনয় করছেন রনবীর।


আরও পড়ুন...'শুভ জন্মদিন সবচেয়ে প্রিয় বন্ধু', গৌরবের জন্মদিনে শুভেচ্ছা ঋদ্ধিমা, অর্জুনের


প্রসঙ্গত, পরিচালক লভ রঞ্জনের আসন্ন ছবি 'তু ঝুটি ম্য়ায় মক্কার'(Tu Jhooti Main Makkar)-এর নতুন গান প্রকাশ্য়ে এসেছিল কিছুদিন আগেই। গানের নাম 'শো মি দ্য় ঠুমকা'। প্রীতমের সুরে এই পার্টি সংটি গেয়েছেন সুখবন্ত সিং (Shashwat Singh) ও সুনিধি চৌহান (Sunidhi Chauhan)। এই গানটির লিরিক্স লিখেছেন অমিতাভ চট্টাচার্য (Amitabh Bhattacharya)।   


আগামী ৮ মার্চ হোলি উপলক্ষে মুক্তি পাবে রণবীর কপূর (Ranbir Kapoor) ও শ্রদ্ধা কপূরের ছবি 'তু ঝুটি ম্যায় মক্কার'(Tu Jhooti Main Makkar)। এই গান ছাড়াও আরও একটি গান ইতিমধ্য়েই প্রকাশ্য়ে এসেছে। এর পাশাপাশি কদিন আগেই প্রকাশ্য়ে এসেছিল এই দুই তারকার ছেলেবেলার ছবি। যেখানে দেখা যাচ্ছে, ছোট্ট শ্রদ্ধা একগাল হাসি মুখে তাকিয়ে রয়েছে। অন্যদিকে, রণবীরের চোখ ক্যামেরায়। ছবিটি হালকা ঝাপসা হলেও দুই তারকাকে চিনতে অসুবিধা হয়নি নেটিজেনদের। যা আরও খানিকটা উত্তেজনা বাড়িয়ে দিয়েছিল সিনেপ্রেমীদের মধ্য়ে। প্রকাশ্য়ে আসার সঙ্গে সঙ্গেই নেটদুনিয়ার ভাইরাল হয়েছিল এই ছবি।       


বেশকিছু সময় পর বলিউডে মুক্তি পাচ্ছে রমকম ঘরানার ছবি, এবং পরিচালকের আসনে যখন লভ রঞ্জন তখন দর্শকদের উত্তেজনার পারদও তুঙ্গে। এর আগে তাঁর পরিচালিত ছবি 'প্য়ায়ার কা পঞ্চনামা' ও 'প্য়ায়ার কা পঞ্চনামা টু' সাড়া ফেলেছিল সিনেমহলে। এছাড়াও 'সনু কি টিটু কি সুইটি' ছবিটিও দর্শকের প্রশংসা কুড়িয়েছিল।