কলকাতা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখোমুখি হলেন রণবীর কপূর, আলিয়া ভাট, করিনা কপূর, করিশ্মা কপূর সহ কপূর পরিবারের বহু সদস্য। রাজ কপূরের জন্মশতবর্ষ পূর্তির আগে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দিল্লি গেলেন তাঁরা। 


দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন কপূর পরিবারের সদস্যরা। ১৪ ডিসেম্বর রাজ কপূরের জন্মশতবর্ষ পূর্তি। ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতের ৪০টি শহরের মোট ১৩৫ টি সিনেমা হলে রাজ কপূরের নির্বাচিত ১০টি সিনেমা প্রদর্শিত হবে। এই উপলক্ষ্যে কপূর পরিবারের সদস্যদের নিজের বাসভবনে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। বুধবার রণবীর কপূর, আলিয়া ভাট, করিনা কপূর খান, সেফ আলি খান, করিশ্মা কপূর, নীতু কপূর, ঋদ্ধিমা কপূর, রিমা জৈন সহ কপূর পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত হন নরেন্দ্র মোদির বাসভবনে। করিনা কপূর তাঁর দুই সন্তান তৈমুর ও জেহ-র জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অটোগ্রাফও সংগ্রহ করেন।


করিনা কপূর বলেন, 'দাদাজির ১০০তম জন্মদিন উপলক্ষ্যে আমি ও কপূর পরিবারের সবাই সুযোগ পেলাম, এক ঘরে বসে কথা বলার সুযোগ পেলাম। ওঁর যে ইতিবাচক এনার্জি, সেটা আমাদের সবাইকে ছুঁয়ে গিয়েছে। উনি সত্যিই একজন গ্লোবাল লিডা।' আলিয়া ভট্ট বলছেন, 'ওর এনার্জি, ওঁর স্বভাব, যেভাবে উনি আমাদের সবাইকে স্বাগত জানালেন, রাজ কপূরের ব্যাপরে এত কথা বললেন.. খুব ভাল লাগল যে উনি আমাদের বিভিন্ন পরিকল্পনার কথাও বললেন যে আমরা রাজ কপূরের পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা আর কী কী করতে পারি..'। করিশ্মা কপূর বলছেন, 'মোদিজীর যে এনার্জি, আমাদের পরিবারের সবাইকে এত ভালবাসা, এত সম্মান দিলেন... আমি মুগ্ধ। আমাদের জীবনে মনে রাখার মতো একটা দিন।' সইফ আলি খান বলছেন, 'ওঁর সঙ্গে কথা বলাই তো একটা উষ্ণতার ছোঁয়া। রাজ কপূরজীর যে আন্তর্জাতিক খ্যাতি রয়েছে, ইউরোপে রাজ কপূরজীর যে খ্যাতি রয়েছে... উনি বলছিলেন আমাদের একটা তথ্যচিত্র বানানো উচিত। কোনও না কোনও ভাবে স্মৃতিগুলোকে ধরে রাখা উচিত।'


রণবীর কপূর বলছেন, 'আজ, আমাদের কপূর পরিবারের কাছে খুব গুরুত্বপূর্ণ একটা দিন। প্রধানমন্ত্রীজী শ্রী রাজ কপূরকে এত সম্মান দিলেন। উনি নিজের দামি সময় আমাদের দিলেন। এই সাক্ষাৎটার আমরা গোটা জীবন মনে রাখব। উনি একেবারে বন্ধুর মতোই আমাদের সঙ্গে কথা বললেন। আমরা সবাই ভীষণ চাপে ছিলাম। কিন্তু উনি সবার সঙ্গে এত ভাল ব্যবহার করলেন..যে আমরা সবাই খুব সহজ হয়ে গিয়েছিলাম। ওঁকে অনেক ধন্যবাদ।'


আরও পড়ুন: Rukmini-Chiranjeet: বাবা-মেয়ের চরিত্রে রুক্মিণী-চিরঞ্জিৎ, অর্ণব শুরু করলেন নতুন ছবির শ্যুটিং


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।