জুরিখ: ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের আসর বসছে কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানেই মুকুট ধরে রাখার লড়াই নামবেন লিওনেল মেসিরা। পরের দুই বিশ্বকাপ? ২০৩০ ও ২০৩৪ - দুই ফুটবল বিশ্বকাপের আসর বসছে কোথায়? বড় ঘোষণা বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফার (FIFA)।
জানিয়ে দেওয়া হল, ২০৩০ সালের বিশ্বকাপ আয়োজিত হবে স্পেন (Spain), পর্তুগাল (Portugal) ও মরক্কোয় (Morocco)। সেই সঙ্গে একটি করে ম্যাচ খেলা হবে লাতিন আমেরিকার তিন দেশে। যা বেশ অভিনব। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হল, ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজিত হবে সৌদি আরবে।
২০৩০ ও ২০৩৪ - দুই ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কারা, সেটা চূড়ান্ত করতে জুরিখে বিশেষ সম্মেলনের আয়োজন করেছিল ফিফা। সেখানেই হয়েছে এক অভিনব সিদ্ধান্ত। ফিফা কংগ্রেসে ঠিক হয়েছে, ২০৩০ সালের বিশ্বকাপ স্পেন, পর্তুগাল ও মরক্কোয় যুগ্মভাবে আয়োজিত হবে। সেই সঙ্গে একটি করে ম্যাচ হবে দক্ষিণ আমেরিকার তিন দেশ - আর্জেন্তিনা (Argentina), প্যারাগুয়ে ও উরুগুয়েতে। পাশাপাশি ২০৩৪ সালেরে টুর্নামেন্ট আয়োজনের বরাত পেল সৌদি আরব।
২০৩০ সালের বিশ্বকাপ আয়োজন নিয়ে অভিনব সিদ্ধান্ত নিল বিশ্ব ফুটবলের আয়োজক সংস্থা। তিন মহাদেশে, ছয় দেশ মিলিয়ে খেলা হবে ২০৩০ সালের ফুটবল বিশ্বকাপ। যা জেনে বিস্মিত ফুটবলপ্রেমীরা। কারণ, এর আগে কখনও তিন মহাদেশ মিলিয়ে ফুটবল বিশ্বকাপ আয়োজিত হয়নি। তিন মহাদেশের ছয় দেশে খেলা মানেই বিভিন্ন আবহাওয়া ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পরীক্ষায় বসতে হবে ফুটবলারদের। প্রশ্ন উঠছে, ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট নিয়ে যখন লড়াই, তখন এত কঠিন পরিস্থিতির মধ্যে ফুটবলাররা কি নিজেদের সেরাটা মেলে ধরতে পারবেন? যদিও ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, 'এটা শান্তি, সংহতি ও সহনক্ষমতার একটা বিরাট বার্তা হিসাবে চিহ্নিত হবে।'
২০৩৪ বিশ্বকাপের আয়োজক দেশ নির্ধারণ নিয়ে অবশ্য সমস্যা হয়নি। কারণ সৌদি আরবই একমাত্র আয়োজনের দায়িত্ব চেয়ে আবেদন করেছিল। ১৫টি স্টেডিয়ামে ১০৪টি ম্যাচ আয়োজনের পরিকল্পনা নিয়েছে সৌদি আরব। তার মধ্যে আটটি স্টেডিয়াম এখনও তৈরিই হয়নি। জেড্ডা, আভা, আল খোবার, নিওম ও রিয়াধে হবে ম্যাচগুলি। রিয়াধের স্টেডিয়ামের আসনসংখ্যা ৯২ হাজার করার পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: কোয়ার্টার ফাইনালে হার্দিক-ক্রুণালদের সামনে দৌড় শেষ বাংলার, ফের ট্রফি-শূন্য টুর্নামেন্ট
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।