মুম্বই: আজকের সোশ্যাল মিডিয়ার যুগে তারকাদের ব্যক্তিগত জীবন অনেকটাই সাধারণ মানুষের মুঠোর মধ্যে চলে এসেছে। তাঁরা কী করছেন, কোথায় যাচ্ছেন, সমস্ত কিছুই জানতে পারছেন তাঁদের অনুরাগীরা। সোশ্যাল মিডিয়া আসার আগে এতটা সহজ ছিল না। এখন তো তারকাদের সঙ্গে সরাসরি কথা পর্যন্ত বলা যায় হামেশাই। তাঁরাও অনুরাগীদের নিরাশ না করে কখনও কখনও তাঁদের প্রশ্নের উত্তরও দিয়ে থাকেন। সম্প্রতি সামনে এসেছে বলিউডের দুই তারকার ছেলেবেলার ছবি। যাঁদের ছবিও মুক্তি পাবে সামনেই। দুই তারকার ছেলেবেলার ছবি দেখে আপ্লুত নেট নাগরিকরা।


বলিউড তারকাদের ছেলেবেলার ছবি-


সম্প্রতি সামনে এসেছে বলিউডের দুই তারকা রণবীর কপূর (Ranbir Kapoor) ও শ্রদ্ধা কপূরের (Shraddha Kapoor) ছেলেবেলার (Childhood Pic) ছবি। তাতে দেখা যাচ্ছে, ছোট্ট শ্রদ্ধা একগাল হাসি মুখে তাকিয়ে রয়েছে। অন্যদিকে, রণবীরের চোখ ক্যামেরায়। ছবিটি হালকা ঝাপসা হলেও দুই তারকাকে চিনতে অসুবিধা হয়নি নেটিজেনদের।


সামনেই মুক্তি পাবে রণবীর কপূর ও শ্রদ্ধা কপূরের ছবি 'তু ঝুটি ম্যায় মক্কার' (Tu Jhooti Main Makkar)। ইতিমধ্যেই ছবির ট্রেলার (Tu Jhooti Main Makkar Trailer) ও একটি গান (Tere Pyaar Mein) মুক্তি পেয়েছে। পরিচালক লভ রঞ্জনের ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন তাঁরা। আগামী ৮ মার্চ হোলি উপলক্ষে মুক্তি পাবে এই ছবি। তার আগে দুই তারকার ছেলেবেলার ছবি নেট নাগরিকদের উত্তেজনা আরও খানিকটা বাড়িয়ে দিয়েছে।


আরও পড়ুন - Pathaan Box Office Collection: ৯ দিনেই আমির খানের 'দঙ্গল'- এর রেকর্ড ভেঙে দিচ্ছে 'পাঠান'


শ্রদ্ধা কপূর প্রসঙ্গে একবার রণবীর কপূরকে (Ranbir Kapoor) বলতে শোনা যায়, 'আমি খুব ছেলেবেলা থেকেই শ্রদ্ধাকে (Shraddha Kapoor) চিনি। আমাদের বাবা-মায়েরাও একে অপরের বন্ধু। কিন্তু ওর সঙ্গে কাজ করে বুঝতে পারছি, ওর মধ্যে অনেক এনার্জি রয়েছে। লভকে (পরিচালক লভ রঞ্জন) এর জন্য ধন্যবাদ জানাবো যে, ও আমাদের দুজনকে এই ছবিতে কাজ করার সুযোগ দিয়েছে। শ্রদ্ধার সঙ্গে কাজের অভিজ্ঞতা এককথায় অসাধারণ। ভবিষ্যতেও আশা করি ওর সঙ্গে আরও কাজ করব।' শ্রদ্ধা কপূরও রণবীরের সঙ্গে কাজের প্রসঙ্গে বলেন, 'রণবীরের সঙ্গে সময় কাটানোর অভিজ্ঞতা সবসময়ই ভালো। আর ওর সঙ্গে কাজের অভিজ্ঞতা অসাধারণ ছিল। সবসময়ই ওর সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে থাকব।'