মুম্বই: বলিউডের দুই জনপ্রিয় অভিনেতা রণবীর কপূর (Ranbir Kapoor) এবং আলিয়া ভট্টের (Alia Bhatt) বিয়ের খবরে তোলপাড় নেট দুনিয়া। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তাঁরা। বিয়ের প্রস্তুতিও চলছে জোরকদমে। কয়েকদিন আগেই নতুন বাড়ির কাজ দেখতে গিয়েছিলেন তাঁরা। সেই ছবিও নেট দুনিয়ায় ভাইরাল হয়। তবে, সম্প্রতি আলিয়া ভট্টের সঙ্গে রণবীর কপূরের যে ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, তা দেখে নেটিজেনদের রোষের মুখে পড়ছেন 'রকস্টার' অভিনেতা।
সম্প্রতি নেট দুনিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যে ভিডিওতে দেখা যাচ্ছে, দীপাবলির দিন নীল ম্যাচিং পোশাকে সেজেছেন রণবীর কপূর এবং আলিয়া ভট্ট। অভিনেত্রী সিঁড়ি দিয়ে নামার সময় তাঁর পোশাক পা দিয়ে সরিয়ে দিচ্ছেন রণবীর। আর এমন ভিডিও দেখার পর থেকেই নেট নাগরিকদের রোষানলে পড়েছেন অভিনেতা। ক্ষুব্ধ নেট নাগরিকরা আলিয়া ভট্টকে পরামর্শ দিয়েছেন রণবীর কপূরকে বিয়ে না করার জন্য। যদিও এই বিষয়ে কোনও মন্তব্য করতে দেখা যায়নি আলিয়া কিংবা রণবীরকে।
আরও পড়ুন - Gadar 2 First Look Poster: আসছে 'গদর টু', প্রকাশ্যে সানি-আমিশার ফার্স্ট লুক, কেমন লাগছে দুই অভিনেতাকে?
রণবীর কপূরের এই ভিডিও দেখার পর এক নেট নাগরিক লিখেছেন, 'কোনও নারীর পোশাকের সঙ্গে এমন কোরো না রণবীর কপূর।' আবার কোনও নেট নাগরিক লিখেছেন, 'যেভাবে পা দিয়ে আলিয়ার পোশাক সরালেন রণবীর তা খুবই অসম্মানজনক। আলিয়াকে যে রণবীর সম্মান করেন না, তা স্পষ্ট বোঝা যাচ্ছে। খুব খারাপ পছন্দ তোমার আলিয়া।'
প্রসঙ্গত, রণবীর কপূর এবং আলিয়া ভট্টকে খুব শীঘ্রই একসঙ্গে দেখা যেতে চলেছে পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের (Ayan Mukerji) 'ব্রহ্মাস্ত্র' (Brahmastra) ছবিতে। এই ছবিতে তাঁদের সঙ্গে দেখা যাবে অমিতাভ বচ্চনকেও (Amitabh Bachchan)। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন মৌনী রায় ও নাগার্জুন।