মাঝরাতে আলিয়ার বাড়ি রণবীর! ছবিতে দেখুন
রণবীর যেমন গতকাল আলিয়ার বাড়ি পা রাখলেন, আলিয়াও তেমনই গিয়েছেন রণবীরের মা নীতু সিংহের কাছে। একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের।
নীতুকে প্রায়ই আলিয়ার ছবিতে কমেন্ট করতে দেখা যায়।
শোনা যাচ্ছে, রণবীর, আলিয়ার বিয়ের খুব বেশি দেরি বোধহয় নেই। মাত্র কয়েকদিন আগে রণবীরের বাবা ঋষি কপূর ট্যুইট করেছেন, সময় হয়ে গিয়েছে। তোমরা দুজনে এখন বিয়েটা করে ফেললে কেমন হয়?
গতকাল রাতে দুজনকে একসঙ্গে দেখা যায়।
আলিয়া, রণবীর একসঙ্গে কাজ করেছেন ব্রহ্মাস্ত্র ছবিতে। দেখা যাক, ওঁদের চারহাত কবে একসঙ্গে হয়। সব ছবিই মানব মঙ্গলানির তোলা।
রণবীরের বৃহস্পতি এখন তুঙ্গে নিঃসন্দেহ। সঞ্জু তাঁর কেরিয়ারে বিরাট মাইলস্টোন হতে চলেছে। সুপারহিট ছবি। বক্স অফিসে ঝড়, অনেক রেকর্ড তছনছ।
হালে যেখানেই রণবীর, আলিয়াকে একসঙ্গে দেখা যায়, ক্যামেরা ছোটে তাঁদের পিছন পিছন।
রণবীরের যাওয়ার কারণটা অবশ্য জানা যায়নি।
না, শোনা যাচ্ছে, আলিয়া নন, রণবীর গিয়েছিলেন আলিয়ার বাবা মহেশ ভট্টের সঙ্গে দেখা করতে। সেই সময় ছবিগুলি তুলেছেন মানব মঙ্গলানি।
তাই কি কাল মাঝরাতে আলিয়ার বাড়ি ছুটে গেলেন রণবীর?
রণবীর কপূর, আলিয়া ভট্টের সম্পর্কের রসায়ন দিনদিন গাঢ় হচ্ছে, জমাট বাঁধছে মন দেওয়া, নেওয়া।