কলকাতা: প্রেক্ষাগৃহে সদ্য মুক্তি পেয়েছে রণবীর কপূর (Ranbir Kapoor), রশ্মিকা মন্দানা (Rashmika Mandana), ববি দেওল (Bobby Deol), তৃপ্তি দিমরি (Tripti Dimri) অভিনীত অ্যানিম্যাল (Animal)। আর ইতিমধ্যেই ওটিটিতে মুক্তি পেতে পারে নতুন এই ছবি? শোনা যাচ্ছে.. এই ছবির সত্ত্বা নাকি কিনে নিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স (Netfilx)!
এক বাবা ছেলের গল্প নিয়ে তৈরি হয়েছে এই ছবি। সেপ্টেম্বরে মুক্তি পেয়েছিল 'অ্যানিমল' ছবির টিজার। সেখানেও একেবারে শেষে গিয়ে দেখা গিয়েছিল ববি দেওলের প্রবেশ, যা প্রভাব ফেলেছিল। ট্রেলারেও একেবারে শেষে গিয়ে গিয়েছিল তাঁর কয়েক ঝলক। যদিও তাতেই নিজের স্থান বুঝিয়ে দিয়েছেন অভিনেতা। সিনেমায় বিশেষভাবে ববি দেওলকে পেয়েছেন দর্শক, আর সেই কারণেই নির্মাতারা ট্রেলারেও তাঁর চরিত্রকে বিশেষ ভাঙেননি তাঁরা।
ট্রেলারের শুরুতেই মিলছিল বাবা ও ছেলের সম্পর্কের আভাস। ছোট থেকেই বাবার প্রিয় হয়ে উঠতে চায় রণবীরের চরিত্র। বড় হয়েও তাই। অনেকের মতে বাবার প্রতি তাঁর ভালবাসা খানিকটা রোগের মতো। রণবীরের স্ত্রীয়ের চরিত্রে রশ্মিকা। স্বামীকে বোঝাতে চেয়েও অপারগ। এদিকে বাবার জন্য সে পৃথিবী তোলপাড় করতে পারে। বাবার বুকে গুলি লাগলে সে হামলার বদলা নিতে মরিয়া হয়ে ওঠে, এবং তাঁকে বলতে শোনা যায়, 'যে বাবাকে গুলি করেছে, কথা দিচ্ছি আমি নিজে তার গলা কাটব'।
মুক্তির পরে, এই ছবি মিশ্র প্রতিক্রিয়া পেলেও বক্সঅফিসে দুর্দান্ত ব্যবসা করেছে। মূলত রণবীর কপূর অভিনীত 'অ্যানিমল' একটি পারিবারিক ড্রামা ঘরানার ছবি, কিন্তু সর্বোপরি এটি 'প্যারেন্টিং লেসন' অর্থাৎ অভিভাবকত্বের শিক্ষা। এই ছবি ইতিমধ্যেই ২৩৬ কোটি টাকা উপার্জন করা ফেলেছে। আর শোনা যাচ্ছে.. এই ছবির সত্ত্বা ইতিমধ্যেই কিনে নিয়েছে নেটফ্লিক্স। কিছুদিনের মধ্যেই নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি। তবে এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি ওটিটি প্ল্যাটফর্মে ছবি মুক্তির দিন।
আর তাই.. যাঁরা এখনও প্রেক্ষাগৃহে গিয়ে এই ছবিটি দেখতে পারেননি, অপেক্ষা করছেন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির জন্য... তাঁদের আরও অপেক্ষা করতে হবে বেশ কিছুদিন।