মুম্বই: দীপিকা পাড়ুকোন ও রণবীর কপূরের এক সময়ের প্রেম ও সেই প্রেম ভেঙে যাওয়ার গল্প সকলের জানা। কিন্তু তারপরেও তাঁরা দুজনে একাধিক ছবি করেছেন, রণবীরের পরিবারের সঙ্গেও দীপিকার সম্পর্ক ভাল। পদ্মাবতে রানি পদ্মিনী দীপিকার অভিনয়ে মুগ্ধ নীতু ও ঋষি কপূর ফুলের তোড়া পাঠালেন তাঁকে।
ফুলের তোড়ার সঙ্গে শুভেচ্ছাবার্তা পাঠাতে ভোলেননি রণবীরের মা নীতু। দীপিকাকে লিখেছেন, খুব ভাল অভিনয় করেছ। তোমার জন্য আমরা গর্বিত। নীতু আর ঋষি কপূরের পক্ষ থেকে প্রচুর ভালবাসা।
বেজায় খুশি দীপিকা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন এই বার্তা।
[embed]https://www.instagram.com/p/BeaXi_1h1Fg/?utm_source=ig_embed[/embed]
তবে বাবা মা দেখার আগেই রণবীর কপূর দেখে নিয়েছেন প্রাক্তন প্রেমিকার এই ম্যাগনাম ওপাস। আলিয়া ভট্টের সঙ্গে ২৪ ডিসেম্বর পেইড স্ক্রিনিংয়ের সময় ছবিটি দেখেন তিনি।
রণবীরের পরিবার অত্যন্ত পছন্দ করে দীপিকা পাড়ুকোনকে। বিশেষ করে নীতু কপূর। তাঁর সঙ্গে দীপিকাকে বহুবার হাসিমুখে দেখা গিয়েছে। তবে দীপিকার হাত ছেড়ে রণবীর যাঁর হাত ধরেছিলেন সেই ক্যাটরিনা কাইফের সঙ্গে নীতু-ঋষির সম্পর্ক নাকি এতটা সরল ছিল না।
পদ্মাবতে অভিনয় দেখে মুগ্ধ, রণবীর কপূরের বাবা মা ঋষি ও নীতুর অভিনন্দন ছেলের প্রাক্তন প্রেমিকাকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Jan 2018 09:58 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -