কলকাতা: এই ছবির মুক্তির প্রত্যাশা ছিল অনেকদিন থেকেই। অবশেষে প্রকাশ্যে এল রানি মুখোপাধ্যায় (Rani Mukherji) অভিনীত 'মর্দানি ৩' ছবিটির মুক্তির দিন। সিনেমাটি ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে বলে জানানো হয়েছে নির্মাতা সংস্থার তরফ থেকে। সোমবার নির্মাতারা তাদের সোশ্যাল মিডিয়ায় ছবিটির মুক্তির তারিখ ঘোষণা করে, জানানো হয়েছে হোলি এই ছবিটি মুক্তির জন্য সেরা সময়। দুষ্টের দমন ও শিষ্টের পালনের লড়াই ফুটিয়ে তোলা হবে এই ছবিতে। সেই কারণেই হোলির মতো পবিত্র দিককে মুক্তির দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে।
‘মর্দানী’, যশ রাজ ফিল্মস প্রযোজিত, হিন্দি সিনেমার অন্যতম বড় নারীকেন্দ্রীক ছবির ফ্রাঞ্চাইজি যা ১১ বছর আগে শুরু হয়েছিল। এই চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজি তার দুর্দান্ত গল্প বলার জন্য প্রশংসা ও ভালোবাসা অর্জন করেছে। ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজিটি জনগণের ভালোবাসা পেয়েছে এবং চলচ্চিত্রপ্রেমীদের কাছে নিজের জায়গা করে নিয়েছে। ‘মর্দানী ৩’-এ রানী মুখার্জী একজন সাহসী পুলিশ অফিসার, শিবানী শিবাজী রায়ের ভূমিকায় ফিরে আসবেন, যিনি নিঃস্বার্থভাবে ন্যায়বিচারের জন্য লড়াই করেন। রানী এর আগে প্রকাশ করেছিলেন যে এই থ্রিলারটি ‘অন্ধকার, মারাত্মক এবং নির্মম’ এবং এটি নিয়ে নেটিজেনদের মধ্যে প্রত্যাশা রয়েছে। ‘মর্দানী’, যা ২০০৪ সালে মুক্তি পেয়েছিল, পরিচালনা করেছিলেন প্রদীপ সরকার। দ্বিতীয় ভাগটি পরিচালনা করেছিলেন গোপী পুথরান, যিনি এই চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজির প্রথম অংশটি লিখেছিলেন।
তাঁর কাজের পরিধি মূলত বলিউডে বিস্তার হলেও, অনেকেই জানেন না রানি মুখোপাধ্যায়ের কেরিয়ারের শুরু হয়েছিল এই বাংলা থেকেই। রানির বাবা ছিলেন রুপোলি পর্দার সঙ্গে যুক্ত। কাজল ছিলেন রানির দিদি। অয়ন মুখোপাধ্যায় রানির ভাই। রানি বেড়ে উঠেছেন কলকাতাতেই। ফলে বাংলার সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে চিরকালেরই। রানি যথেষ্ট স্বচ্ছন্দে বাংলা বলতেও পারেন। তাঁর প্রথম ছবি ছিল 'বিয়ের ফুল'। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)-র নায়িকা হয়ে কেরিয়ার শুরু করেছিলেন রানি। তবে এরপরে আর রানিকে ফিরে তাকাতে হয়নি। বলিউডে পা রেখে নিজের কেরিয়ারকে আরও পাকা করেছিলেন রানি।