মুম্বই: ২০১৪-য় শেষবার ছবির পর্দায় দেখা গিয়েছিল তাঁকে। মর্দানি-তে পুলিশ অফিসারের চরিত্রে বলিউডের মন জিতে নিয়েছিলেন তিনি। আর এবার হিচকি ছবির মাধ্যমে ফের বড় পর্দায় আসছেন রানি মুখোপাধ্যায়।

সেই ছবিরই একটি প্রমোশনাল ফটোশ্যুটে রানির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ফ্যানরা এক বাক্যে জানিয়েছেন, বলিউডের রানির কামব্যাকের অপেক্ষায় তাঁরা।



এপ্রিল থেকে হিচকির শ্যুটিং শুরু হয়েছে। প্রযোজক যশরাজ ফিল্মস। মর্দানিতে রানি ছিলেন পুলিশ অফিসারের ভূমিকায়। আর হিচকিতে? রানি জানিয়েছেন, প্রত্যেকেরই কিছু না কিছু দুর্বলতা আছে। এটা কোনও অক্ষমতা হতে পারে। কিন্তু যদি আমরা সেটা একটা সাধারণ হেঁচকির মত অবজ্ঞা করতে পারি, তাহলে জয়ী হয়ে বার হব। আমাদের স্বপ্ন পূরণের পথে তা বাধা হবে না।