মুম্বই: রানাঘাট স্টেশন থেকে বলিউডের অলিন্দে। তাঁর উত্থান কোনও সিনেমার চিত্রনাট্যের চেয়ে কম ছিল না। এবার সেই রাণু মণ্ডলকে নিয়ে বাস্তবেই সিনেমা বানানোর তোড়জোড় শুরু হল। আর রানুর চরিত্রে অভিনয় করার প্রস্তাব দেওয়া হল সুদীপ্তা চক্রবর্তীকে।


অভিনেত্রী সুদীপ্তা সংবাদসংস্থার কাছে ঘটনার সত্যতা মেনে নিয়েছেন। বলেছেন, ‘হ্যাঁ, আমাকে সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে চিত্রনাট্য এখনও হাতে পাইনি। সেটি পড়ে ভাল লাগলে তবেই অভিনয় করার ব্যাপারে সিদ্ধান্ত নেব।’ সিনেমাটি নির্দেশনা করবেন সাংবাদিক ও পরিচালক হৃষিকেশ মণ্ডল। সিনেমাটির সম্ভাব্য নামও ভেবে ফেলেছেন চিত্রনির্মাতা। ‘প্ল্যাটফর্ম সিঙ্গার রাণু মণ্ডল’। রানাঘাট রেলস্টেশন থেকে বলিউডের সিনেমায় প্লেব্যাক করার পুরো জার্নিটাই তুলে ধরা হবে।

পরিচালক হৃষিকেশ বলেছেন, ‘সুদীপ্তা চক্রবর্তীকে রাণুর চরিত্রটি অফার করা হয়েছে। তবে সুদীপ্তা এখনও সম্মতি দেননি। আমার মনে হয় চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য সবচেয়ে ভাল বিকল্প সুদীপ্তাদি। অসামান্য অভিনেত্রী উনি।’ পরিচালক আরও জানিয়েছেন, রাণুর জীবন রূপকথার চেয়ে কোনও অংশে কম নয় এবং তাঁর ওপর বায়োপিক বানানোই উচিত, কারণ মানুষ ওঁর জীবন সম্পর্কে জানতে আগ্রহী। হৃষিকেশ বলেছেন, ‘সোশ্যাল মিডিয়ার সুবাদে রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিল রাণুর গান। তাঁকে নিয়ে সকলেই আগ্রহী। পাশাপাশি সোশ্যাল মিডিয়ার ক্ষমতাও তুলে ধরা হবে সিনেমায়। সোশ্যাল মিডিয়ার জন্যই রানাঘাট স্টেশন চত্বর থেকে এখন তারকা হয়ে গিয়েছেন রাণু।’

নবদ্বীপের হৃষিকেশ রাণুর সঙ্গে তাঁর সাক্ষাতের কাহিনিও জানিয়েছেন। হৃষিকেষ বলেছেন, ‘ওঁর সঙ্গে অনেকবার সাক্ষাতের পর মনে হয়েছে, উনি শিক্ষিত পরিবারের মেয়ে। সঙ্গীত ভালবাসেন ছোটবেলা থেকেই। খুব সরল আর মিষ্টি স্বভাবের মানুষ। ভীষণ আবেগপ্রবণও। রাণুদি শুধু বলেছেন ওঁর জীবনের এমন কিছু না দেখাতে যাতে উনি আহত হন। এছাড়া ওনার বায়োপিক নিয়ে ভীষণ সাহায্য করছেন। ওঁর জীবনের প্রচুর ঘটনার কথা বলেছেন। ঈশ্বরে বিশ্বাসী। আমার সঙ্গে ভীষণ ভাল ব্যবহার করেন। চিত্রনাট্য লেখার সময় ওঁর মেয়ের সঙ্গেও কথা বলেছি।’

হৃষিকেশ জানিয়েছেন, সুদীপ্তা রাজি হলে বাকি অভিনেতা-অভিনেত্রীদের কথাও ভেবে ফেলা হবে। অক্টোবরের শেষ থেকেই শুরু হয়ে যাবে শ্যুটিং। পাশাপাশি পর্দায় রাণুকেও একবার দেখাতে চান পরিচালক। যদিও সেটা সম্ভব হবে কি না, এখনও নিশ্চিত নয়। আপাতত মুম্বই থেকে রাণুর ফেরার অপেক্ষা করছেন পরিচালক। সিনেমায় সুর দেবেন সিধু। শ্যুটিংয়ের কিছুটা সারা হবে রানাঘাটে। কিছু অংশের শ্যুটিং হবে মুম্বইয়ে। সব কিছু ঠিকঠাক চললে পরের বছরের ফেব্রুয়ারিতে সিনেমাটি রিলিজ করবে।