নিউ ইয়র্ক: ‘স্বচ্ছ ভারত অভিযান’ প্রকল্পের জন্য বিল ও মেলিন্ডা গেটসের সংস্থা পুরস্কৃত করল নরেন্দ্র মোদিকে। ভারতের প্রধানমন্ত্রীকে দেওয়া হল ‘গ্লোবাল গোলকিপার’ স্বীকৃতি।


পুরস্কৃত হওয়ার পর তাঁর সাফল্য দেশের আমজনতাকে উৎসর্গ করেছেন মোদি। বুধবারের অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘মহাত্মা গাঁধীর দেড়শোতম জন্মবার্ষিকী পালনের বছরে এই স্বীকৃতি ব্যক্তিগতভাবে আমার কাছে ভীষণ তাৎপর্যপূর্ণ। ১৩০ কোটি মানুষ অঙ্গীকার করলে যে কোনও পরীক্ষায় জয় সম্ভব।’   স্বচ্ছ ভারতকে জাতীয় অভিযানে পরিণত করার জন্য দেশবাসীকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। ‘সম্প্রতি অন্য কোনও দেশে এ ধরনের অভিযানের কথা শোনা যায়নি। হয়তো আমাদের সরকার প্রকল্পটি শুরু করেছিল। পরে মানুষ এটা এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেয়। দেশে গত পাঁচ বছরে ১১ কোটি শৌচালয় তৈরি হয়েছে যা একটা রেকর্ড,’ বলেছেন মোদি। তিনি জানিয়েছেন, দেশের গরীব ও মহিলারা এই প্রকল্প থেকে বিশেষভাবে উপকৃত হয়েছে।



মোদি বলেছেন, ‘শৌচালয়ের অভাবে প্রচুর মেয়ে স্কুল ছেড়ে দিত। আমাদের মেয়েরা পড়াশোনা করতে চায়। তবে শৌচালয়ের অভাবে তারা বাড়িতে বসে থাকত। এই পরিস্থিতি বদলানোর দায়িত্ব ছিল আমাদের সরকারের।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) এই প্রকল্পকে সাধুবাদ জানিয়েছিল। মোদি জানিয়েছেন, এই অভিযানের ফলে ৩ লক্ষ মানুষের জীবনরক্ষা সম্ভব হয়েছে।



মোদি আরও জানিয়েছেন যে, বিল ও মেলিন্ডা গেটসের সংগঠনের তরফে সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে যে, ভারতে এখন হৃদরোগের সমস্যা হ্রাস পেয়েছে। মোদি বলেছেন, ‘গাঁধীজি বলতেন একটা গ্রামকে আদর্শ বলা যায় তখনই, যখন সেটা সম্পূর্ণরূপে পরিচ্ছন্ন হয়ে ওঠে। আজ আমরা গোটা দেশকেই আদর্শ দেশে পরিণত করার দিকে নিয়ে যাচ্ছি। স্বচ্ছ ভারত অভিযানের জন্য শুধু যে ভারতে জীবনধারনের মান উন্নত হয়েছে তাই নয়, রাষ্ট্রপুঞ্জ নির্ধারিত লক্ষ্যের দিকেও এগিয়ে নিয়ে গিয়েছে আমাদের।’

২০১৪ সালের ২ অক্টোবর গাঁধীজয়ন্তীতে স্বচ্ছ ভারত অভিযান শুরু হয়েছিল।