নয়াদিল্লি : ইউটিউবের জনপ্রিয় মুখ এখন বিতর্কের শীর্ষে। রোস্ট শো ইন্ডিয়া'স গট ল্যাটেন্টে করা একটি মন্তব্যের জেরে একেবারে সমালোচনার ঝড়ের মুখে পডকাস্টার রণবীর এলাহাবাদিয়া। নেটিজেনরা তো বটেই, তীব্র সমালোচনা হয়েছে রাজনৈতিক মহলেও। এমন মন্তব্যের জেরে বিপাকে পড়ে অবশেষে নিজেই ক্ষমা চেয়েছেন রণবীর। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে। রণবীরের মন্তব্য-বিতর্কের ঢেউ আছড়ে পড়েছে সংসদেও।
রাজনৈতিক মহল থেকে তীব্র প্রতিক্রিয়া আসার পর তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রক চিন্তাভাবনা করছে রণবীরকে তলব করা হবে কি না তাই নিয়ে । পডকাস্টারকে নোটিশ জারি করা হতে পারে। প্রয়োজনে ইউটিউবারকে প্যানেলের সামনে হাজিরা দিতে বলা হতে পারে।
শিবসেনার(ইউবিটি) রাজ্যসভার সাংসদ প্রিয়ঙ্কা চতুর্বেদী এই বিষয়টি নিয়ে উষ্মাপ্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, কৌতুকের নামে কোনও অশ্লীল ভাষা ব্যবহার করাকে মেনে নেওয়া যায় না। সভ্যতার সীমা অতিক্রম করা গ্রহণযোগ্য নয়। একটি প্ল্যাটফর্ম পাওয়া মানে যা খুশি তাই বলা যায় না। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের স্থায়ী কমিটির সদস্য হিসেবে তিনি বিষয়টি উত্থাপন করতে চান বলে জানিয়েছেন।
ইন্ডিয়া'স গট ল্যাটেন্টে রণবীরের করা মন্তব্যের কড়া সমালোচনা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা । তিনি জানান দুই ইউটিউবার , কৌতুক অভিনেতা ও প্যানেলে থাকা অন্যান্যদের বিরুদ্ধে রাজ্যপুলিশ এফআইআর দায়ের করেছে।
এরই মধ্যে মুম্বইতে রণবীরদের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে। এমনিতে সোশ্যাল মিডিয়ায় রণবীরের ফলোয়ারের সংখ্যা বিরাট । ইনস্টাগ্রামে ৪.৫ মিলিয়ন ফলোয়ার , ১.০৫ কোটি ইউটিউব সাবস্ক্রাইবার রয়েছে তাঁর। পুলিশ জানিয়েছে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
রণবীর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিয়ারবাইসেপস নামে পরিচিত। ইতিমধ্যেই তাঁর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। তিনি জানান, প্রত্যেকেরই বাক স্বাধীনতা আছে । কিন্তু প্রত্যেকেরই সীমা আছে। যদি কেউ তা লঙ্ঘন করে, তাহলে ব্যবস্থা নেওয়া হবে।
এরই মধ্যে বিয়ারবাইসেপস রণবীর সকলের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন তাঁর মন্তব্যের জন্য। তিনি এক প্রতিযোগীকে জিজ্ঞাসা করেন, "তুমি কি তোমার বাবা-মাকে সারা জীবন প্রতিদিন যৌন মিলন করতে দেখবে, নাকি একবার তাতে যোগ দিয়ে চিরতরে বন্ধ করে দেবে?" এই মন্তব্য সামনে আসার পরই সমালোচনার ঝড় বয়ে যায়।