কলকাতা: মা-বাবাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে বিপাকে 'বিয়ারবাইসেপস' রণবীর এলাহবাদিয়া (Ranveer Allahbadia)। তাঁর নামে একাধিক রাজ্য থেকে একাধিক এফআইআর দায়ের করা হয়েছে। এবার এই মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন রণবীর। তাঁর বিরুদ্ধে ওঠা একাধিক FIR-কে একসঙ্গে করার জন্য পিটিশন ফাইল করেছেন রণবীরের আইনজীবী। তাঁর অনুরোধ, যেন এতগুলো এফআইআর থেকে তাঁকে অব্যাহতি দেওয়া হয়। একটা ঘটনার জন্য এতগুলো FIR দায়ের করা অর্থহীন। 


কী মন্তব্য করেছিলেন রণবীর? যার জেরে তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে এতগুলো মামলা, কী সেই বিতর্কিত মন্তব্য? 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট' (India's Got Latent) -এ এসে রণবীর এক প্রতিযোগীকে প্রশ্ন করেছিলেন, 'তুমি কী তোমার বাবা-মায়ের যৌনতা দেখতে চাও নাকি একবার সেখানে যোগ দিয়ে চিরকালের মতো তা বন্ধ করে দিতে চাও' । এই মন্তব্য ইউটিউবে প্রকাশ পাওয়ার পরেই তা ভাইরাল হয়ে যায়। চূড়ান্ত কটাক্ষের শিকার হল রণবীর। প্রসঙ্গত উল্লেখ্য, কমেডিয়ান সময় রায়না (Samay Raina) ইউটিউবে একটি শো করেন যার নাম India's Got Latent এবং এই অনুষ্ঠানেই প্যানেলিস্ট হিসেবে আরও অনেকের সঙ্গে হাজির ছিলেন রণবীর এলাহাবাদিয়া। ওই এপিসোডেই এক প্রতিযোগীর সঙ্গে কথোপকথনের 'বিয়ারবাইসেপস' চরম অশালীন মন্তব্য করেছেন। পডকাস্টের দুনিয়ায় জনপ্রিয় রণবীরের এ হেন মন্তব্য শুনে সোশ্যাল মিডিয়ায় উঠেছে সমালোচনার ঝড়। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই দায়ের করা হয়েছে FIR। 


জানা যাচ্ছে, এই ঘটনায় দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল রণবীরের আইনজীবীর তরফ থেকে। তবে সুপ্রিম কোর্ট এই বিষয়টিকে দ্রুত শুনানির আর্জি খারিজ করে দিয়েছে। ২ থেকে ৩ দিন পরে এই মামলা শোনা হবে বলে জানা গিয়েছে। চিফ জাস্টিজ সন্দীপ খান্না এই মামলাটি দেখছেন। রণবীরের আইনি টিমকে এই বিষয়টির ওপর নজর রাখতে বলা হয়েছে।


অন্যদিকে গতকাল এমন কিছু তারকাকে এই কেসে পুলিশের তরফ থেকে তলব করা হয়েছে, যাঁরা কখনও না কখনও 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট'-এর বিচারকের ভূমিকায় থেকেছেন। আর এই তালিকায় নাম রয়েছে অভিনেত্রী রাখী সবন্ত (Rakhi Sawant), উরফি জাভেদ (Uorfi Javed), তন্ময় ভট্ট (Tanmay Bhatt), সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturvedi) ও দীপক কালাল (Deepak Kalal) -কে তলব করেছে মহারাষ্ট্র সাইবার পুলিশ। 


আরও পড়ুন: Madhumita Sarcar: ভালবাসার দিনে প্রেমিককে খোলা প্রেমের চিঠি মধুমিতার, অন্যদিকে সৌরভের কলমে কবিতা