কলকাতা: দর্শক তাঁদের জুটিকে একসঙ্গে দেখেছিলেন 'সিম্বা' (Simba) ছবিতে। তবে রণবীর সিংহ (Ranveer Singh) আর সারা আলি খান (Sara Ali Khan)-এর আলাপ কিন্তু এই ছবির হাত ধরে নয়, তাঁদের নাকি আলাপ হয়েছিল এক বিয়েবাড়িতে! সম্প্রতি একটি 'টক শো'-তে এসে সেই গল্প শোনালেন রণবীর ও সারা। 


হায়দরাবাদে একটি বিয়েবাড়িতে আমন্ত্রিত ছিলেন সারা আলি খানের মা অমৃতা। সেখানেই পারফর্ম করার কথা ছিল রণবীরের। সেই কথা জানতে পেরেই আমন্ত্রণ না থাকা সত্ত্বেও সেই বিয়েবাড়ি যাওয়া মনস্থ করেন সারা। রণবীর তাঁর ছবি 'ব্যান্ড বাজা বারাত' (Band Baaja Baraat)-এর 'এয়ভি এয়ভি' -গানটিতে নাচ করেছিলেন। আর রণবীরে মুগ্ধ সারা, ক্যামেরাবন্দি করেছিলেন এই দৃশ্য। শেয়ারও করে নিয়েছিলেন নিজের সোশ্যাল মিডিয়ায়। গল্পেই এই অংশটুকু মঞ্চে দাঁড়িয়ে নিজেই বলেন সারা। 


কিন্তু এরপরেও বাকি ছিল আরও কিছুটা অংশ। রণবীর সারাকে থামিয়ে দিয়ে বলেন, বাকি অংশটা নাকি তাঁর বলা উচিত। তারপরে বলিউডের 'বাজিরাও' বলতে শুরু করেন, 'হায়দরাবাদের অন্যতম বড় একটা বিয়েবাড়ি ছিল ওটা। দীর্ঘক্ষণ ধরে একাধিক গানে নাচ করার পরে, চূড়ান্ত ক্লান্ত হয়ে আমি তখন সবে ভ্যানে ফিরেছি। ঘর্মাক্ত.. জল পর্যন্ত খাইনি। হঠাৎ আমার সহকারী আমায় এসে জানান, সারা আলি খান নাকি আমার সঙ্গে দেখা করতে চান। প্রায় সঙ্গে সঙ্গেই আমার অনুমতির কার্যত তোয়াক্কা না করে দুম করে দরজা খুলে বন্ধুকে নিয়ে ভ্যানে ঢুকে আসে সারা। এসেই আমায় সম্ভাষণ জানিয়ে বসে পড়ে সোফায়। আমি নিজে তখনও দাঁড়িয়ে, বসতে পর্যন্ত বলিনি ওদের। সারা বসেই বকবক করতে শুরু করে। সেইসঙ্গে হাসিও। সারার গল্প শুনে মনে হচ্ছিল, ও আমায় ২০ বছর ধরে চেনে। তখনই আমি বুঝতে পেরেছিলাম সারা কী জিনিস।'


রণবীরের বাচনভঙ্গিতে সারা হেসে লুটোপুটি। মঞ্চে উপস্থিত ছিলেন জাহ্নবী কপূর (Jahnabi Kapoor)-ও। তিনি বলেন, সেই বিয়েবাড়িতে নাকি তিনিও আমন্ত্রিত ছিলেন। ফলে গোটা ঘটনাটাই তাঁর জানা। রণবীর অবশ্য তারপরে বলেন, সারার সঙ্গে আলাপ করার পরে নাকি তাঁর মনে হয়েছিল সারা এক্কেবারে তাঁরই মতো। বেশি ভাবনাচিন্তা করেন না, জীবনকে উপভোগ করতে ভালবাসেন। সিম্বা ছবিতে সারার সঙ্গে কাজে সুযোগ পেয়ে ভীষণ খুশি হয়েছিলেন রণবীর। 


আরও পড়ুন: Amitabh Bachchan: 'বড় ভুল করেছিলাম'! 'সারা জমানা' গানে বাল্বসমেত পোশাক পরে 'উপলব্ধি' অমিতাভের