‘গালি বয়’ পরিচালনা করেন জোয়া আখতার। অন্যতম প্রযোজক ছিলেন ফারহান আখতার। আলিয়া ও রণবীর ছাড়াও এই ছবিতে অভিনয় করেন কাল্কি কোয়েচলিন, সিদ্ধার্থ চতুর্বেদী, বিজয় রাজ। একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছে ছবিটি। অস্কারের জন্য ভারত থেকে মনোনীত ‘গালি বয়’
Web Desk, ABP Ananda | 21 Sep 2019 07:34 PM (IST)
‘গালি বয়’ পরিচালনা করেন জোয়া আখতার। অন্যতম প্রযোজক ছিলেন ফারহান আখতার।
নয়াদিল্লি: আগামী বছরের অস্কারের জন্য ভারত থেকে মনোনীত হল রণবীর সিংহ, আলিয়া ভট্ট অভিনীত ‘গালি বয়’। এ বছরের ৯ ফেব্রুয়ারি বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ার হয়। এরপর ১৫ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পায়। বিশ্বজুড়ে ২৩৮ কোটি টাকার ব্যবসা করে ছবিটি। এবার অস্কারের জন্য মনোনীত হল ছবিটি।