নয়াদিল্লি: রণবীর সিংহের (Ranveer Singh) ন্যুড ফটোশ্যুট বিতর্কে (Nude Photoshoot Controversy) এবার নয়া মোড়। ২৯ অগাস্ট মুম্বই পুলিশের কাছে বয়ান রেকর্ড করেন অভিনেতা। সেখানে তিনি জানিয়েছেন তাঁর যে নির্দিষ্ট ছবিটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, অভিযোগ যে ছবিতে তাঁর গোপানাঙ্গ (Private Parts) দেখা যাচ্ছে, সেটি আসলে বিকৃত (morphed)। অভিনেতার দাবি, তিনি যে ছবিগুলি পোস্ট করেছিলেন তার মধ্যে ওই বিতর্কিত ছবিটি ছিল না। প্রসঙ্গত, নিউ ইয়র্কের এক ম্যাগাজিনের জন্য করা রণবীর সিংহের ফটোশ্যুটের ছবি প্রকাশ্যে আসতেই বিতর্ক তৈরি হয়। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলে ২৯ অগাস্ট মুম্বই পুলিশের কাছে বয়ান দেন তিনি।
ন্যুড ফটোশ্যুট বিতর্কে রণবীর সিংহ
এক ম্যাগাজিনের হয়ে করা ফটোশ্যুটের জন্য আইনি জটে পড়েন রণবীর সিংহ। এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে অভিযোগ করা হয়, ছবিগুলিতে তাঁর গোপনাঙ্গ স্পষ্ট, যা মহিলাদের ভাবাবেগে আঘাত করেছে। এফআইআর দায়ের হয় রণবীরের বিরুদ্ধে। ২৯ অগাস্ট নিজের বয়ানে অভিনেতা দাবি করেন, যে নির্দিষ্ট ছবি নিয়ে এত বিতর্ক তা তাঁর ইনস্টাগ্রামে আপলোড করা সাতটি ছবির মধ্যে ছিল না। ওই ছবিটি বিকৃত করা হয়েছে বলে দাবি অভিনেতার।
ছবিটি আদৌ বিকৃত করা কি না তা নিশ্চিত করতে পুলিশের তরফ থেকে ওই ছবি এখন পাঠানো হয়েছে ফরেন্সিক সায়েন্স ল্যাবোরেটরিতে। সূত্রের খবর, যদি প্রমাণিত হয় যে ওই ছবিটি সত্যিই বিকৃত করা তাহলে রণবীর সিংহকে ক্লিনচিট দেওয়া হতে পারে। সূত্রের আরও দাবি, রণবীরের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আপলোড করা ছবিগুলি অশ্লীলতার সংজ্ঞার আওতায় আসে না, যেহেতু সেখানে কোনও গোপনাঙ্গ দেখা যাচ্ছে না।
এক আধিকারিকের কথায়, 'তাঁর বিবৃতিতে রণবীর বলেছেন যে সাতটি ছবি তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সেগুলি অশ্লীল নয় এবং তিনি অন্তর্বাস পরেছিলেন। তিনি আরও বলেছেন যে ছবিটি নিয়ে অভিযোগকারী অভিযোগ করেছিলেন যে তাঁর 'ব্যক্তিগত অংশগুলি দৃশ্যমান' তা মর্ফ করা হয়েছে এবং সেটি ফটোশ্যুটের অংশ নয়।'
‘ফটোশ্যুটের সময় যা যা ছবি তোলা হয় তা তিনি আমাদের দেখিয়েছেন। পুলিশের তরফে তাঁর ইনস্টাগ্রাম পোস্টও চেক করা হয়, সেখানে অভিযোগকারীর দেওয়া ছবি নেই।’