সর্বদাই প্রাণচঞ্চল বলিউডের এই অভিনেতাকে ম্যাচ চলাকালে ব্যাপক মজা করতে দেখা যায়। আর ম্যাচের সময় তাঁর বিভিন্ন ছবি ও ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।
ওই ম্যাচে পাকিস্তানকে ৮৯ রানে হারিয়ে দিয়েছে ভারত। ম্যাচের পর রণবীর ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির কাছে গিয়ে অভিনন্দন জানান ।
কমেন্ট্রি বক্সেও জমিয়ে মজা করলেন তিনি। সেই ভিডিও-ও সামনে এসেছে। ভিডিওতে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা বিশ্বখ্যাত প্রাক্তন ব্যাটসম্যান সুনীল গাওস্করের সঙ্গে 'বদন পর সিতারে লপটে হুয়ে' গানের তালে নাচতেও দেখা যায় তাঁকে।
মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গেও কথা বলতে দেখা যায় বলিউড তারকাকে। আরও একটা ভিডিওতে তাঁকে হার্দিক পান্ড্যকে উত্সাহিত করতে দেখা গিয়েছে তাঁকে। ওই ভিডিওতে হার্দিককে উত্সাহ দিতে দর্শকদের আহ্বান জানাতে দেখা যায় তাঁকে।
ম্যাচের পর রণবীর বলেছেন, ছোটবেলা থেকেই তিনি ভারতীয় ক্রিকেটের একনিষ্ঠ অনুরাগী। ভারতীয় দলের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রচুর আবেগ। আমি চাই, ভারতীয় দল বিশ্বের অবিসংবাদিত সেরা দল হয়ে উঠুক।
বিরাট কোহলিরই ভূয়সী প্রশংসা করেছেন রণবীর। তিনি বলেছেন, এক উদীয়মান প্রতিভা থেকে উচ্চমাণের পর্যায়ে তাঁর উত্তরণ প্রত্যক্ষ করেছি। দুর্দমনীয়তা ও আবেগের বহিঃপ্রকাশ ঘটতে দেখেছি তাঁর মধ্যে। ভারতীয় ক্রিকেটের ভাবমূর্তি চিরদিনের জন্য বদলে দিয়েছেন তিনি।
রণবীর বলেছেন, সর্বকালের সেরা হয়ে উঠতে চললেন কোহলি।