এই ভাইরাল ছবি ও ভিডিও সম্পর্কে ট্যুইটারে প্রতিক্রিয়া জানিয়েছেন সানিয়া। ট্যুইটারে তিনি বলেছেন, যিনি-ই ভিডিও রেকর্ড করে থাকুন না কেন, তা একেবারেই সঠিক কাজ হয়নি। কারণ, এটা ব্যক্তিগত গোপনীয়তাভঙ্গের সামিল। আর প্লেয়ারদের পরিবারের লোকজনের সঙ্গে খেতে যাওয়াটার মধ্যে অপরাধ কিছু নেই।
এই বিতর্কে পাক অভিনেত্রী বীনা মালিকের সঙ্গেও সানিয়ার বাক্য বিনিময় হয়েছে।
ট্যুইটারে বীনা মালিক লিখেছিলেন যে, সানিয়া, আসলে আমি শিশুটির জন্য উদ্বিগ্ন।এমন একটা জায়গায় আপনারা আপনাদের সন্তানকে নিয়ে গেলেন, তা কি খুব ভালো? আর যে খাবার খাওয়া হয়েছে, তা অ্যাথলিটদের পক্ষে ভালো নয়। মা ও অ্যাথলিট হিসেবে আপনার এটা জানার কথা নয় কি ?
বীনার এই ট্যুইটের জবাবও দিয়েছেন সানিয়া। তিনি সাফ জানিয়েছেন, সন্তানের কীভাবে যত্ন নিতে হয়, তা তাঁর জানা রয়েছে এবং তিনি পাক ক্রিকেটারদের শিক্ষিকা, ডায়েটিশিয়ান বা প্রিন্সিপাল নন।
সেইসঙ্গে ট্রোলারদেরও একহাত নিয়েছেন সানিয়া।