মুম্বই: রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোনের বিয়ে হয়ে গিয়েছে ঠিকই কিন্তু তাঁদের খুনসুটি কমেনি এতটুকু। এবার রণবীর ৭ বছর আগের একটি ছবি পোস্ট করেছেন, যাতে দেখা যাচ্ছে, দীপিকার কোমরের দিকে তিনি একদৃষ্টে তাকিয়ে। আর তা নিয়ে হুল্লোড় পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

রণবীর লিখেছেন, কোনও ক্যাপশন দরকার নেই। #রামলীলা।


জবাবে দীপিকা লিখেছেন, আর ৭ বছর হয়ে গেল, কিছুই পালটায়নি।

গত বছর ১৪ নভেম্বর বিয়ে করেন রণবীর-দীপিকা। শিগগিরই তাঁদের এক সঙ্গে দেখা যাবে ৮৩ ছবিতে। এতে রণবীর রয়েছেন কপিল দেবের ভূমিকায়, দীপিকা করছেন কপিলের স্ত্রী রোমির চরিত্র।