জবাবে দীপিকা লিখেছেন, আর ৭ বছর হয়ে গেল, কিছুই পালটায়নি। গত বছর ১৪ নভেম্বর বিয়ে করেন রণবীর-দীপিকা। শিগগিরই তাঁদের এক সঙ্গে দেখা যাবে ৮৩ ছবিতে। এতে রণবীর রয়েছেন কপিল দেবের ভূমিকায়, দীপিকা করছেন কপিলের স্ত্রী রোমির চরিত্র। সেই ২০১৩ থেকে দীপিকার দিকে নজর রণবীরের, নিজেই পোস্ট করলেন প্রমাণ
ABP Ananda, Web Desk | 14 Oct 2019 12:50 PM (IST)
রণবীর লিখেছেন, কোনও ক্যাপশন দরকার নেই। #রামলীলা।
মুম্বই: রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোনের বিয়ে হয়ে গিয়েছে ঠিকই কিন্তু তাঁদের খুনসুটি কমেনি এতটুকু। এবার রণবীর ৭ বছর আগের একটি ছবি পোস্ট করেছেন, যাতে দেখা যাচ্ছে, দীপিকার কোমরের দিকে তিনি একদৃষ্টে তাকিয়ে। আর তা নিয়ে হুল্লোড় পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। রণবীর লিখেছেন, কোনও ক্যাপশন দরকার নেই। #রামলীলা।