মুম্বই: শুধু চুম্বন দৃশ্যই নয়, ‘বেফিকর’-এ আরও কিছু আছে। বললেন রণবীর সিংহ। রণবীর জানিয়েছেন, ছবির চ্রেলার মুক্তির সময় পরিচালক আদিত্য চোপড়াকে তিনি জিজ্ঞাসা করেন, প্রোমোয় চুম্বন দৃশ্যের এত বাড়াবাড়ি কেন। ওটা দেখে বোঝাই যাচ্ছে না, ছবিতে আর অন্য কিছু আছে।
এ নিয়ে আদিত্যর সঙ্গে তাঁর তর্ক হয়। তবে এখন রণবীরের মনে হয়, পরিচালক চেয়েছেন, দর্শকরা ছবিটি দেখার সময় তার চরিত্রদের আবিষ্কার করুন। তাই ইচ্ছে করে এ ধরনের প্রোমো প্রকাশ করেছেন তিনি। যাতে দর্শকরা অপেক্ষাকৃত কম আশা নিয়ে ছবিটি দেখতে যান, তারপর তার অন্যরকম গল্প দেখে বিস্মিত হন।
‘বেফিকর’-এ রণবীরের বিপরীতে রয়েছেন বাণী কপূর। রণবীরের ধারণা, ছবিটি শুরুর সঙ্গে সঙ্গেই দর্শকরা তাঁর ও বাণীর চরিত্রকে নতুন চোখে দেখবেন। হালকাচালের হলেও এটি কোনও নিম্নমানের ছবি নয় বলে মন্তব্য করেছেন তিনি।
তাঁর মতে, ‘বাজিরাও মস্তানি’ ও ‘বেফিকর’- দু’ধরনের ছবির জন্যই বলিউডে জায়গা আছে। তবে হ্যাঁ, রোম্যান্টিক সম্পর্ককে যেভাবে দেখা হয়, সে ক্ষেত্রে প্রজন্মগত ব্যবধান এসে গেছে। তরুণ প্রজন্ম এখন সোশ্যাল মিডিয়া বেশি ব্যবহার করে। তিনি যখন ১৭-১৮ বছরের ছিলেন, তখন সেটা সম্ভব ছিল না।
তাই তিনি মনে করেন, রোম্যান্টিক সম্পর্ক দিয়ে মানুষকে বিচার করা ঠিক নয়। তরুণ প্রজন্ম অনেক বেশি দিল খোলা। তবে হ্যাঁ, ক্লাসিক রোম্যান্টিক লাভ স্টোরির জায়গা এখনও আগের মতই রয়েছে।
৯ তারিখ মুক্তি পাবে ‘বেফিকর’।
‘আরও অনেক কিছু আছে..’!: ‘বেফিকর’-এর অসংখ্য চুম্বন দৃশ্য নিয়ে বললেন রণবীর সিংহ
ABP Ananda, Web Desk
Updated at:
05 Dec 2016 09:34 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -